ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
তাহলে সামনের ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে দেখা যাবে না তামিম ইকবালকে। বিশ্বকাপকে সামনে রেখে এই আসর মিস করতে চাইছেন তিনি। নিজের ফিটনেস ধরে রাখতেই নিউজিল্যান্ড সফর শেষে বিশ্বকাপ নিয়েই ভাবতে চান তামিম। এজন্য লিগ থেকে অব্যাহতি চেয়ে চিঠি দিয়েছেন বিসিবিকে।
আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে শুরু হতে পারে ঢাকা প্রিমিয়ার লিগ। তামিম ওই সময়টাতে নিউজিল্যান্ডে ব্যস্ত থাকবেন। সফর শেষ ১৯ মার্চ। এরপর ফিরে আসে লিগ খেলতে চাইছেন না তিনি। এই দেশসেরা ব্যাটসম্যান গণমাধ্যমে বলেন, ‘নিউজিল্যান্ড সফর শেষে হয়তো ঢাকা লিগের সুপার লিগটা পাব, প্রাথমিক পর্বের দু-একটি ম্যাচ পেতে পারি। কিন্তু ওই সময়টায় আমি ফিটনেস নিয়ে নিবিড়ভাবে কাজ করতে চাই। বিপিএল ও নিউ জিল্যান্ড সফরে টানা ম্যাচ খেলায় থাকব। ফিটনেস নিয়ে আলাদা কাজের সময় থাকবে না। নিউ জিল্যান্ড সফর শেষে কয়েকদিন বিশ্রাম নিয়ে এক মাস টানা ফিটনেস ট্রেনিং করতে চাই।’
তামিম আরো বলেন, ‘আমার মনে হয়েছে, বিশ্বকাপের আগে আমার স্ট্রেংথ একটু বাড়ানো দরকার। মূলত সেটি নিয়েই কাজ করব। ফিটনেসের আরও কিছু দিকেও উন্নতির প্রয়োজন আছে। আমি চাই, শারীরিক ও মানসিকভাবে সর্বোচ্চ প্রস্তুত থেকে যেন বিশ্বকাপে যেতে পারি। মারিওর (জাতীয় দলের ট্রেনার মারিও ভিল্লাভারায়ন) সঙ্গে এর মধ্যেই কথা বলেছি। সে থাকবে আমার সঙ্গে। আশা করি, বিসিবিও বিষয়টির গুরুত্ব অনুধাবন করে অনুমতি দেবে।’
শুধু তামিম নয়, বিশ্বকাপের আগে সিনিয়র অনেকেই হয়তো বিশ্রাম চাইতে পারেন।
Discussion about this post