ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
আগের ম্যাচেই তিক্ত অভিজ্ঞতা হয়েছে ভারতের। মাত্র ৯২ রানে অলআউটের লজ্জায় ডুবেছে দল। সিরিজ জয়ী দলটি শেষ ম্যাচে এসে আবারো ছন্দ খুঁজে পেয়েছে। পঞ্চম ও শেষ ওয়ানডেতে জয় তুলে নিয়েছে রোহিত শর্মার দল। বিরাট কোহলি বিহীন দলটি নিউজিল্যান্ডের বিপক্ষে আম্বাতি রাইডু ও হার্দিক পান্ডিয়া নৈপুণ্যে ৩৫ রানে জিতেছে।
অবশ্য ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ে পড়ে ভারত। তবে আম্বাতি রাইডু (৯০) ও হার্দিক পান্ডিয়া (৪৫) হাল ধরে দলের রান ২৫২ তে নেয় সফরকারীরা। ঘরের মাঠে এ রান নিউজিল্যান্ডের জন্য কোন ব্যাপারই নয়। হয়তো এমনটাই মনে করেছিলেন সমর্থকরা। কিন্তু না। রান তাড়ায় শুরুতে একের পর এক উইকেট হারিয়ে দিশেহারা কিউইরা ৪৪.১ ওভারে ২১৭ রানে শেষ।
নিউজিল্যান্ডের হাল ধরেন কেন উইলিয়ামসন। তিনি ৭৩ বলে ৩৯ করে কেদার যাদবের বলে হার মানেন। তারপরও স্বাগতিকদের জয়ের আশা জাগিয়ে রেখেছিলেন জিমি নিশাম। মাত্র ৩২ বলে ৪ চার ও ২ ছয়ে ৪৪ রানও করে পথ চলছিলেন তিনি। কিন্তু স্বাগতিকদের ৮২ বলে ৭৭ রান করতে হবে এমন অবস্থাতে বিদায় নেন নিশাম। যাদবের বলে এলবিডব্লিয়ের ফাঁদে পড়েন এ ডানহাতি। এরপর আর ৮ ওভার খেলতে পারে স্বাগতিকরা। কিন্তু জয়ের জন্য ৩৫ রান দূরে থাকতেই অলআউট হয়ে যায়।
প্রথমে ব্যাটিংয়ে নেমে ১১৬ রান তুলতেই ৫ উইকেট হারিয়ে মহাবিপদে পড়েছিল ভারত। তবে ষষ্ঠ উইকেটে বিজয় শঙ্করের (৪৫) সঙ্গে ৯৮ রানের জুটি গড়ে স্বাগতিকদের দুইশ রানের স্বপ্ন দেখান রাইডু। এরপর কেদার যাদবের (৩৪) সঙ্গে ৭৪ রানের জুটিতে সেটা পূরণ করেন এ ডানহাতি। শেষ দিকে হার্দিক পান্ডিয়ার ব্যাটে চড়ে আড়াইশ পার করে ভারত।
সংক্ষিপ্ত স্কোর-
ভারত: ৪৯.৫ ওভারে ২৫২ (রোহিত ২, ধাওয়ান ৬, গিল ৭, রায়ডু ৯০, ধোনি ১, শঙ্কর ৪৫, কেদার ৩৪, পান্ডিয়া ৪৫, ভুবনেশ্বর ৬; হেনরি ৪/৩৫, নিশাম ১/৩৩)
নিউজিল্যান্ড: ৪৪.১ ওভারে ২১৭ (মানরো ২৪, নিকোলস ৮, উইলিয়ামসন ৩৯, টেলর ১, ল্যাথাম ৩৭, নিশাম ৪৪, ডি গ্র্যান্ডহোম ১১, স্যান্টনার ২২, অ্যাস্টল ১০, হেনরি ১৭*, বোল্ট ১; ভুবনেশ্বর ১/৩৮, শামি ২/৩৫, পান্ডিয়া ২/৫০, চেহেল ৩/৪১, কেদার ১/৩৪)
ফল: ভারত ৩৫ রানে জয়ী
সিরিজ: ৫ ম্যাচের সিরিজে ৪-১ ব্যবধানে জয়ী ভারত
ম্যাচসেরা: আম্বাতি রায়ডু
সিরিজসেরা: মোহাম্মদ শামি
Discussion about this post