ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
শেষ হলো বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) লিগ পর্বের লড়াই। এবার পয়েন্ট তালিকার শীর্ষ চার দলকে নিয়ে প্লে-অফ। আগামী শুক্রবার ফাইনাল। শনিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি ) ফাইনাল, এলিমিনেটর, প্রথম কোয়ালিফায়ার, দ্বিতীয় কোয়ালিফায়ার ও ফাইনালের টিকেটের মূল্য প্রকাশ করেছে।
বৃহস্পতিবার থেকে বিক্রি হবে ফাইনালের টিকিট। মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে গ্যালারির টিকেট ৪০০ টাকা। গ্র্যান্ড স্ট্যান্ডেের টিকিটের মূল্য ৪ হাজার টাকা। ছাদের গ্যালারির টিকেট ৫০০ টাকা। ক্লাব হাউজ ও ভিআইপি স্ট্যান্ডে ১০০০ টাকা।
সোমবার এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ার ম্যাচ। এই ম্যাচের গ্যালারির টিকেট ৩০০ টাকা। ছাদ দেওয়া গ্যালারির টিকেট ৪০০ টাকা। ক্লাব হাউজ ও ভিআইপি স্ট্যান্ডের টিকেট ৭০০ টাকা। গ্র্যান্ড স্ট্যান্ডের টিকেটে ৪ হাজার টাকা।
বুধবার বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত হবে। গ্যালারির টিকেটের মূল্য ১০০ টাকা। ছাদ দেওয়া গ্যালারির টিকেট১৫০ টাকা। ক্লাব হাউজ ও ভিআইপি স্ট্যান্ডের টিকেট৩০০ টাকা। গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের মূল্য ১ হাজার টাকা।
অনলাইনে টিকিট কেনা যাবে Shohoz.com ও Ucash থেকে। পাশাপাশি সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম ও মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের ১ নম্বর গেটে প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বুথে টিকিট বিক্রি হবে।
Discussion about this post