ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
বাঁহাতি ব্যাটসম্যান হিসেবেই পরিচিত তিনি। ক্যারিয়ারের শুরু থেকেই বাঁহাতে ব্যাট করে নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। কিন্তু টি-টুয়েন্টি ক্রিকেটে কতোই না চমকের দেখা মেলে। যা দেখা গেল বুধবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলছেন সিলেট সিক্সার্সের ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার চমক দেখালেন।
রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচে ডান হাতে ব্যাট করে চমক দেখালেন ওয়ার্নার। খেলার নবম ওভারে সাব্বির রহমানের বিদায়ের পরই মাঠে নামেন অধিনায়ক ওয়ার্নার। ম্যাচের ১৯তম ওভারের প্রথম বলে নেন ২ রান। ক্রিস গেইলের করা ঐ ওভারের দুই বলে রান পেলেন না ওয়ার্নার। তখন তার সংগ্রহ ৩২ বলে ৪৭।
ঠিক তখনই নিজেকে পাল্টে ফেললেন। হয়ে গেলেন ডানহাতি ব্যাটসম্যান। রংপুরে গেইলের ওভারের চতুর্থ বলে ছক্কা এবং পঞ্চম ও ষষ্ঠ বলে ৪ বাউন্ডারি। তার এমন চমকে বিস্মিত সবাই। আসলে ওয়ার্নার বলে কথা। শেষ ওভারে শফিউল ইসলামের বোলিংয়ে আবার ওয়ার্নার হয়ে যান বাঁহাতি ব্যাটসম্যান।
বল টেম্পারিংয়ে এক বছরের জন্য নির্বাসিত তিনি। ফ্রাঞ্চাইজি ক্রিকেটে ভাল খেলেই আবার ফিরতে চাইছেন অস্ট্রেলিয়ান জাতীয় দলে। রংপুরের বিপক্ষে ওয়ার্নার ৩৬ বলে করেন অপরাজিত ৬১ রান। তার ব্যাটিংয়ে সিলেট ২০ ওভারে করে ১৮৭ রান। হোম গ্রাউন্ডে সাফল্যের দেখা মিলল।
Discussion about this post