ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
কিছুতেই এবার দর্শক টানতে পারছে না বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। গ্যালারিতে নেই দর্শক উন্মাদনা। যা নিয়ে বিব্রতকর অবস্থায় আছে বিপিএল গর্ভনিং কাউন্সিলও। দর্শক টানতেই এবার সময়সূচিতে পরিবর্তন এনেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। টুর্নামেন্টের আট ম্যাচ পরে এসে বদলে গেলো বিপিএলের ম্যাচ শুরুর সময়।
তবে বিপিএল প্রতিদিন দুইটা করে ম্যাচ অনুষ্ঠিত হবে। শুক্রবার ছাড়া সপ্তাহের অন্য দিনে বিপিএলের প্রথম ম্যাচ শুরু হবে দুপুর ১টা ৩০ মিনিটে। এবং দিনের দ্বিতীয় ম্যাচ শুরু সন্ধ্যা ৬টায় ৩০ মিনিটে।
এর আগে প্রথম ম্যাচটা শুরু হয়েছে দুপুর সাড়ে ১২টায়। আর দিনের দ্বিতীয় সন্ধ্যা ৫-২০ মিনিটে। এ কারণেই কীনা কে জানে গ্যালারি থেকেছে দর্শক শূন্যতা। মাঠে বেশি বেশি সমর্থক টাইতেই দিনের দুটি ম্যাচই এখন থেকে শুরু হবে এক ঘন্টা দেরিতে। শুক্রবারের ম্যাচে কোনো পরিবর্তন আনেনি আয়োজকরা।
বিপিএলের সময় সূচিতে পরিবর্তন নিয়ে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য, টেকনিক্যাল কমিটির প্রধান ও বিসিবি পরিচালক জালাল ইউনুস গণমাধ্যমে জানালেন, মাঠে দর্শক বেশি টানতেই সময় পেছানো হয়েছে, ‘দেখুন, প্রথম কয়েকদিনে মাঠে প্রত্যাশিত দর্শক হয়নি। তাই সময় পেছানো হয়েছে। দেড়টায় খেলা শুরু হলে অন্তত অনেক ছাত্র-ছাত্রী হয়তো ক্লাস শেষ করে মাঠে আসতে পারবে। সন্ধ্যার ম্যাচটিও সাড়ে ৬টায় হওয়ায় চাকরিজীবী অনেকে মাঠে আসতে পারবেন। আমরা তো নিশ্চয়তা দিতে পারব না যে দর্শক আসবেই। তবে তাদের মাঠে আসার মতো পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করছি।’
Discussion about this post