ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
এক ম্যাচ পরই জয়ের ধারায় ফিরল রংপুর রাইডার্স। দলকে পথ দেখালেন রাইলি রুশো। সঙ্গে রবি বোপারাও ধারাবিহকতা ধরে রাখলেন। তারই পথ ধরে খুলনা টাইটানসের বিপক্ষে ম্যাচে জয় তুলে নিয়েছে মাশরাফি বিন মুর্তজার দল। রোববার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ৮ রানে জিতেছে রংপুর।
ষষ্ঠ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বিতীয় দিনে খুলনার সামনে ছিল ১৬৯ রান। কিন্তু ১৬১ রানে আটকে যায় মাহমুদউল্লাহ রিয়াদের দল।
যদিও রাতের এই ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতে ফিরেন রংপুরের মেহেদী মারুফ। অ্যালেক্স হেলস ৯ বলে ১৫ রান করে জহির খানের বলে আউট। ৬৫ রানে ৩ উইকেট হারায় গতবারের চ্যাম্পিয়নরা। এরপর রুশো-বোপারা জুটিতে দল খুঁজে নেয় পথ। দক্ষিণ আফ্রিকার বাঁহাতি ওপেনার রুশো ৪০ বলে করেন ফিফটি। প্রথমবারের মতো বিপিএলে নেমে ৫২ বলে ৮ চার ও দুই ছক্কায় ৭৬ অপরাজিত তিনি।
৬১ বলে ১০৪ রানের জুটি গড়েন রুশো ও বোপারা। বোপারা করেন ৪০ রান।
জবাবে নেমে জুনায়েদ সিদ্দিকি ও পল স্টার্লিং গড়েন ৯০ রানের উদ্বোধনী জুটি। ৩০ বলে ৩৩ রান করেন জুনায়েদ।
স্টার্লিং ৪৬ বলে ৮ চার ও ১ ছক্কায় ৬১ রান। এরপরই পথ হারায় খুলনা। দ্রুত ফিরেন মাহমুদউল্লাহ, আরিফুল হক ও কার্লোস ব্র্যাথওয়েট। তারপর দলের আশাও শেষ!
সংক্ষিপ্ত স্কোর-
রংপুর রাইডার্স: ২০ ওভারে ১৬৯/৩ (রুশো ৭৬*, মারুফ ৫, হেলস ১৫, মিঠুন ১৯, বোপারা ৪০*; জহির খান ১/৩০, ব্রাথওয়েট ১/৩৯)
খুলনা টাইটানস: ২০ ওভারে ১৬১/৫ (স্টার্লিং ৬১, জুনায়েদ ৩৩, শান্ত ১, মাহমুদউল্লাহ ২৪, আরিফুল ১২, ব্র্যাথওয়েট ৬*, জহুরুল ১২*; মাশরাফি ১/৩৫, শফিউল ২/৪৪)
ফল: রংপুর রাইডার্স ৮ রানে জয়ী
ম্যাচসেরা: রাইলি রুশো
Discussion about this post