ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
২০১৮ সালটা দারুণ কেটেছে তার। ব্যাট-বল হাতে সাফল্য পেয়েছেন তিনি। সেই সাফল্যের পথ ধরে প্রথম বাংলাদেশি নারী ক্রিকেটার হিসেবে আইসিসির বর্ষসেরা টি-টুয়েন্টি একাদশে জায়গা পেয়েছেন রুমানা আহমেদ। এ বছরই ভারতকে হারিয়ে গেল বছর প্রথমবারের মতো এশিয়া কাপ জিতে বাংলাদেশের মেয়েরা। যেখানে ফাইনালে ২টি উইকেট নিয়েছিলেন তিনি। গোটা টুর্নামেন্টে নেন ১০টি উইকেট। করেন ৭৫ রান।
২০১৮ সালে ২৪ টি-টুয়েন্টি ম্যাচ খেলেছিলেন রুমানা। উইকেট নেন ৩০টি। যা নারী ক্রিকেটারদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। সব মিলিয়ে ক্যারিয়ারে ৫৮ টি-টুয়েন্টি ম্যাচ খেলে এ স্পিনার নিয়েছেন ৫২ উইকেট। করেন ৬৬৩ রান।
আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি স্কোয়াডে অস্ট্রেলিয়ার আছেন চার ক্রিকেটার। তারা হলেন অ্যালিসিয়া হিলি, এলিস পেরি, অ্যাশলে গার্ডনার ও মেগান শুট। ভারতের আছেন- স্মৃতি মন্দনা, হারমানপ্রিৎ কর ও পুনম যাদব। নিউজিল্যান্ড থেকে সুযোগ পেয়েছেন দুইজন- সুজি বিটস ও লি কাসপেরেক। একাদশের অন্য ক্রিকেটার ইংল্যান্ডের নাটালি শিভের।
Discussion about this post