ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
বক্সিং ডে টেস্টে জয়ের সুবাস পাচ্ছে ভারত। বর্ডার-গাভাস্কার ট্রফিতে ২-১ এগিয়ে যেতে বিরাট কোহালিদের দরকার মাত্র দুই উইকেট। কিন্তু বৃষ্টির আশঙ্কাই দুশ্চিন্তা বাড়াচ্ছে ভারতীয় সমর্থকদের। পূর্বাভাস জানাচ্ছে বৃষ্টির সম্ভাবনা। আর পূর্বাভাস সত্যি হলে রোববার হাতের মুঠো থেকে ফসকে যেতে পারে জয়!
বলা হচ্ছে- সকালের দিকে বৃষ্টি এসে ধুইয়ে দিতেই পারে এমসিজির সবুজ মাঠ। সেটা সত্যি হলে কোহালির জন্য চিন্তার খবর। কারণ জয় থেকে এক কদম দুরে তারা।
ভারতের দেয়া বড় লক্ষ্যের পেছনে ছুটতে গিয়ে একটা সময় বড় বিপদে পড়ে অস্ট্রেলিয়া। তাই অনেকে ধরেই নিয়েছিলেন মেলবোর্ন টেস্ট বুঝি চতুর্থ দিনেই শেষ হয়ে যাচ্ছে। কিন্তু না। তেমনটি হতে দেননি প্যাট কামিন্স। ইনিংস ও ম্যাচে ক্যারিয়ার সেরা বোলিংয়ের পর ব্যাটিংয়ে ক্যারিয়ার সেরা ইনিংস খেলে অপরাজিত রয়েছেন তিনি। তার দৃঢ়তায় পঞ্চম দিনে গেল এ টেস্ট। তবে রবীন্দ্র জাদেজা, জাসপ্রিত বুমরাহর দারুণ বোলিংয়ে তৃতীয় টেস্টে জয়ের খুব কাছে ভারত।
৩৯৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে চতুর্থ দিনের খেলা শেষে অস্ট্রেলিয়া করেছে ৮ উইকেটে ২৫৮ রান। কামিন্স ৬১ ও ন্যাথান লায়ন ৬ রানে অপরাজিত রয়েছেন। জয়ের জন্য আজ দলটির চায় আরো ১৪১ রান। ভারতের দরকার মাত্র দুটি উইকেট।
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে শনিবার ৫ উইকেটে ৫৪ রান নিয়ে দিন শুরু করা ভারত ৮ উইকেটে ১০৬ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে। ২৭ রানে ৬ উইকেট নেন কামিন্স।
সংক্ষিপ্ত স্কোর-
ভারত ১ম ইনিংস: ৪৪৩/৭ ইনিংস ঘোষণা
অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ১৫১
ভারত ২য় ইনিংস: (আগের দিন শেষে ৫৪/৫) ৩৭.৩ ওভারে ১০৬/৮ ইনিংস ঘোষণা (আগারওয়াল ৪২, পান্ত ৩৩, জাদেজা ৫, শামি ০*; স্টার্ক ০/১১, হ্যাজেলউড ২/২২, লায়ন ০/৪০, কামিন্স ৬/২৭)।
অস্ট্রেলিয়া ২য় ইনিংস: (লক্ষ্য ৩৯৯) ৮৫ ওভারে ২৫৮/৮ (হ্যারিস ১৩, ফিঞ্চ ৩, খাজা ৩৩, শন মার্শ ৪৪, হেড ৩৪, মিচেল মার্শ ১০, পেইন ২৬, কামিন্স ৬১*, স্টার্ক ১৮, লায়ন ৬*; ইশান্ত ১/৩৭, বুমরাহ ২/৫৩, জাদেজা ৩/৮২, শামি ২/৭১, বিহারি ০/৭)।
Discussion about this post