ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
বক্সিং ডে টেস্টে দারুণ দাপট ভারত। সিরিজে যখন ১-১ সমতা তখন দুর্দান্ত খেলছে সফরকারী দলের ব্যাটসম্যানরা। এরইমধ্যে অস্ট্রেলিয়ার আক্রমণ সামলে সিরিজে দ্বিতীয় সেঞ্চুরি পেয়েছেন চেতেশ্বর পুজারা। অধিনায়ক বিরাট কোহলি ও রোহিত শর্মার ব্যাটও কথা বলেছে। সব মিলিয়ে মেলবোর্ন টেস্টে প্রথম ইনিংসে এগিয়ে গেল ভারত।
বৃহস্পতিবার তৃতীয় টেস্টের দ্বিতীয় দিনের শেষ বিকালে ৭ উইকেটে ৪৪৩ রানে প্রথম ইনিংস ঘোষণা করে ভারত। জবাব দিতে নেমে ৬ ওভারে কোন উইকেটে না হারিয়ে ৮ রান তুলেছে অস্ট্রেলিয়া।
এদিন মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ২ উইকেটে ২১৫ রান নিয়ে দিন শুরু করে ভারত। এরপর পুজারা-কোহলির দৃঢ়তায় প্রথম সেশন নিরাপদে কাটিয়ে দেয় দলটি। দ্বিতীয় সেশনে মিচেল স্টার্কের বলে আউট কোহলি (৮২)। ভাঙে ১৭০ রানের জুটি। কিছুক্ষণ পরই ১৭তম সেঞ্চুরি তুলে নেন পুজারা। ১০৬ রান করেন তিনি।
এরপর অজিঙ্কা রাহান-রোহিত শর্মা জুটি দলকে পথ দেখায়। গড়ে ৬২ রানের জুটি। রিশাব পান্তের সঙ্গে ৭৬ রানের জুটিতে দলকে চারশ ছাড়ানো সংগ্রহ এনে দেন রোহিত।৬৩ রানে অপরাজিত ছিলেন রোহিত। প্যাট কামিন্স ৭২ রানে ৩ উইকেট নেন। ৮৭ রানে মিচেল স্টার্ক তুলেন ২টি উইকেট।
সংক্ষিপ্ত স্কোর-
ভারত ১ম ইনিংস: ১৬৯.৪ ওভারে ৪৪৩/৭ ইনিংস ঘোষণা (পুজারা ১০৬, কোহলি ৮২, রাহানে ৩৪, রোহিত ৬৩*, পান্ত ৩৯, জাদেজা ৪; স্টার্ক ২/৮৭, হেইজেলউড ১/৮৬, লায়ন ১/১১০, কামিন্স ৩/৫১, মার্শ ০/৫১, ফিঞ্চ ০/৮)
অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ৬ ওভারে ৮/০ (হ্যারিস ৫*, ফিঞ্চ ৩*; ইশান্ত ০/২)
Discussion about this post