ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ফেরার লড়াই শুরু করে দিয়েছেন তিনি। যদিও আগামী বছরের মার্চের আগে জাতীয় দলে খেলার সুযোগ নেই। এক বছরের নির্বাসিত সময় কাটাচ্ছেন তিনি। বল টেম্পারিংয়ের অভিযোগ মাথায় নিয়ে দুঃস্বপ্নের দিন কাটাচ্ছেন স্টিভেন স্মিথ। সেই কালো অধ্যায় শেষে আবারো ক্রিকেটের মূলস্রোতে প্রস্তুত হচ্ছেন অস্ট্রেলিয়ার এই ক্রিকেটার।
পার্থে শুক্রবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, ‘খুব খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। অবশ্য সবার জীবনেই উত্থান-পতন থাকে। আমার জীবনেও এটি কালো অধ্যায়। এই কঠিন সময়ে বেশ কয়েকজনকে পাশে পেয়েছি, যারা সবসময় আমার পাশে থেকেছেন। দ্রুত খারাপ অবস্থা থেকে বেড়িয়ে আসতে চাই।’
একইসঙ্গে স্মিথের দাবি এটাই টেম্পারিংয়ের প্রথম ঘটনা। বলেন, ‘আমি যত দূর জানি এটিই প্রথম ঘটনা। বিশ্বের অন্য দলগুলো ওই পরিস্থিতিতে কী করত, সেটা নিয়ে আমি ভাবতে চাই না। যেকোনো খেলাতেই আপনি বলকে সুইং করাতে চাইবেন কিন্তু সেটা অবশ্যই সঠিক উপায়ে হতে হবে।’
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বল বিকৃতির সেই ঘটনায় নিয়ে এখনো অনুতপ্ত স্মিথ। বলেন, ‘আবারো বলছি আমি ভুল করেছি। এটা ছিল বড় এক ভুল। এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে ব্যক্তিজীবনে আরও উন্নতি করতে চাই আমি। অধিকাংশ সমর্থক ইতিবাচক আছে। অস্ট্রেলিয়ার মানুষ অনেক ভালো ও ক্ষমাশীল। আমাকে অস্ট্রেলিয়ানদের আস্থা ও শ্রদ্ধা ফিরে পাওয়ার জন্য এখনো অনেক কাজ করে যেতে হবে।আমি একটা ভুল করেছি এবং এটা ভয়ংকর ভুল ছিল। কিন্তু আমি এখন ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছি।’
জাতীয় দলে চোখ রেখেই এখন প্রস্তুতি নিচ্ছেন স্টিভেন স্মিথ। খেলছেন বিভিন্ন দেশের ফ্রাঞ্চাইজি ক্রিকেটে। মে-জুনে ইংল্যান্ড অনুষ্ঠেয় বিশ্বকাপ দিয়ে ফেরার পরিকল্পনা আছে তার।
Discussion about this post