ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
উত্তরাঞ্চলকে কম রানে আটকে প্রথম ইনিংসে লিড নিয়েছে মধ্যাঞ্চল। বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) পঞ্চম রাউন্ডের তৃতীয় দিনের খেলা শেষে বৃহস্পতিবার মধ্যাঞ্চলের তুলেছে ১ উইকেটে ১৪৯ রান। তারা এগিয়ে তিন রানে। দলের সাইফ হাসান ৬৬ ও আব্দুল মজিদ ৭ রানে ব্যাটিংয়ে রয়েছেন।
এর আগে নাজমুল হোসেন শান্তর সঙ্গে ৩৩.২ ওভার স্থায়ী ১১৬ রানের জুটি গড়েন সাইফ। ৯৫ বলে ছয় চারে ৬৭ রানে ফিরেন শান্ত।
রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে এর আগে ৫ উইকেটে ৯২ রান নিয়ে দিন শুরু করলেও উত্তরাঞ্চল অলআউট ১৪৬ রানে। ৩৮ রানে ৩ উইকেট শিকার করেন স্পিনার আরাফাত সানি।
সংক্ষিপ্ত স্কোর-
উত্তরাঞ্চল ১ম ইনিংস: ৫৬ ওভারে ১৪৬/১০ (নাঈম ৩০, জহুরুল ১৯, ধীমান ১৭, জিয়া ১১, সানজামুল ৫*, মোহর ০*; তাসকিন ২/৪৪, শহিদুল ২/৪২, রবিউল ১/১৫, সানি ২/৩৮, শুভাগত ২/৪)
মধ্যাঞ্চল ১ম ইনিংস: ৪২ ওভারে ১৪৯/১ (সাইফ ৬৬*, শান্ত ৬৭, মজিদ ৭*; জিয়া ০/৫, মোহর ০/২০, সানজামুল ০/৪৬, সাকলাইন ০/২৪, নাঈম ১/৪৫)
############
ফজলে মাহমুদের ৫৭*
পূর্বাঞ্চলের বিপক্ষে অপরাজিত ফিফটিতে ফজলে মাহমুদ রাব্বি দক্ষিণাঞ্চলকে পথ দেখাচ্ছেন। বিসিএলের পঞ্চম রাউন্ডের তৃতীয় দিনের খেলা শেষে বৃহস্পতিবার দক্ষিণাঞ্চলের তুলেছে ৩ উইকেটে ১৩৬ রান। মাহমুদ ৫৭ আর তুষার ইমরান ২৯ রানে ব্যাটিংয়ে আছেন। পূর্বাঞ্চলের চেয়ে ১২৬ রানে আছে তারা।
বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে সকালে ৪ উইকেটে ২০৪ রান নিয়ে দিন শুরু করে পূর্বাঞ্চল। ৫৮ রান যোগ করে ৮ উইকেটে ২৬২ রানে প্রথম ইনিংস ঘোষণা তারা। পেসার আল আমিন হোসেন নেন ২৬ রানে ৩ উইকেট।
সংক্ষিপ্ত স্কোর-
পূর্বাঞ্চল ১ম ইনিংস: ৮৩.৪ ওভারে ২৬২/৮ ইনিংস ঘোষণা (ইয়াসির ৭০, মাহমুদুল ২৮, জাকির ১৫, রেজা ১৯, তাইজুল ৩*, আবু জায়েদ ৫*; শফিউল ১/৭৪, আল আমিন ৩/২৬, রাব্বি ০/৩৬, রাজ্জাক ২/৭৪, মেহেদি ২/৪৭)
দক্ষিণাঞ্চল ১ম ইনিংস: ৪৮ ওভারে ১৩৬/৩ (মাহমুদ ৫৭*, এনামুল ৫, রকিবুল ২৫, আল আমিন জুনিয়র ২, তুষার ২৯*; রেজা ১/১৫, আবু জায়েদ ১/৩২, খালেদ ০/৪১, তাইজুল ১/৩০)
Discussion about this post