ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ইনজুরি তার অনেকটা সময় কেড়ে নিয়েছে। এমন কী পাঠিয়ে দিয়েছে জাতীয় দলের বাইরে। তবে চোট কাটিয়ে আবারো মাঠে ফিরেছেন তাসকিন আহমেদ। ফিরেই জাতীয় দলের বাইরে থাকা এই পেসার বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) ৮ ওভার বল করে নেন ২ উইকেট।
রাজশাহীতে অবশ্য বৃষ্টিতে প্রথম দিন খেলা হয়নি। দ্বিতীয় দিনেও ভেজা মাঠের কারণে খেলা শুরু হয় দুপুর আড়াইটায়। এরমধ্যে বৃহস্পতিবার মধ্যাঞ্চলের বিপক্ষে উত্তরাঞ্চল ৫ উইকেটে করেছে ৯২ রান।
সবশেষ আট মাসে তাসকিনের এটি মাত্র তৃতীয় ম্যাচ। ফিরে ২ উইকেট পেলেন তিনি। বুঝিয়ে দিয়েছেন হারিয়ে যাবেন না তিনি। ঘরোয়া ক্রিকেটে ভাল খেলে আবারো জাতীয় দলে ফিরতে চাইছেন তাসকিন।
সংক্ষিপ্ত স্কোর-
উত্তরাঞ্চল ১ম ইনিংস: ৩১.৪ ওভারে ৯২/৫(মিজানুর ১৯, জুনায়েদ ৩৫, ফরহাদ হোসেন ০, নাঈম ২৯*, সাব্বির ৬, সাকলাইন ১*; তাসকিন ২/২৮, শহিদুল ১/২৯, রবিউল ০/১১, সানি ১/২১, শুভাগত ১/১, মোশাররফ ০/৩৬, তাইবুর ০/১৭)।
###########
ব্যাট হাতে ধারাবাহিকতা পাচ্ছেন না মুমিনুল হক। এমন কী বড় ইনিংস খেলা হচ্ছে না ইমরুল কায়েসের। দক্ষিণাঞ্চলের বিপক্ষে পূর্বাঞ্চলকে পথ দেখাচ্ছেন ইয়াসির আলী চৌধুরী। বিসিএলের পঞ্চম রাউন্ডের দ্বিতীয় দিনের খেলা শেষে বৃহস্পতিবার পূর্বাঞ্চল তুলেছে ৪ উইকেটে ২০৪ রান। মোহাম্মদ আশরাফুল ফিরেন ৩৭ রানে। ইয়াসির ৭০ ও মাহমুদুল হাসান ১৩ রানে বৃহস্পতিবার ব্যাট করতে নামবেন।
বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে দ্বিতীয় দিনে খেলা হয় ৬৭ ওভার। প্রথম দিন ভেসেছিল বৃষ্টিতে।
সংক্ষিপ্ত স্কোর-
পূর্বাঞ্চল ১ম ইনিংস: ৬৭ ওভারে ২০৪/৪ (রনি ৪০, ইমরুল ৩৭, মুমিনুল ৩, ইয়াসির ৭০*, আশরাফুল ৩৭, মাহমুদুল ১৩*; শফিউল ০/৫২, আল আমিন ১/২০, রাব্বি ০/২৫, রাজ্জাক ১/৫৬, মেহেদি ২/৪৭)
Discussion about this post