শরীরে ক্রিকেটারের রক্ত বলে কথা। সাইফ অালী খান তার বাবা নবাব মনসুর আলী খানের পথে হাটেন নি। মা শর্মিলা ঠাকুরের মতোই অভিনয়কে করেছেন পেশা। কিন্তু সাইফের ছেলে ইব্রাহিম আলী খান ঠিকই দাদার পথে হাটছেন।
বাবার সেই রুপালি পর্দার জগত্ তাকে মোটেই আকৃষ্ট করে না তাকে। বরং অভিনয়ের চেয়ে ক্রিকেট মাঠেই নিজের ভবিষ্যত্ গড়ে নিতে চায় সাইফপুত্র। ইফতিখার আলি খান ও মনসুর আলি খান ‘টাইগার’ পতৌদি একসময় ক্রিকেট দুনিয়া কাঁপিয়েছেন। প্রপিতামহ ও পিতামহের হেঁটে যাওয়া পথই অনুপ্রাণিত করেছে ইব্রাহিমকে। সাইফের প্রথম স্ত্রী অমৃতা সিংয়ের সন্তান ইব্রাহিম ক্রিকেট মাঠে নামবে আগামী নভেম্বরে। তার অভিষেক হবে মুম্বাই স্কুলস স্পোর্টস অ্যাসোসিয়েশন (এমএসএস) ক্রিকেট টুর্নামেন্ট। দিরুভাই অম্বনি ইন্টারন্যাশনাল স্কুলের (বিকেসি) হয়ে গাইলস শিল্ড ইন্টার-স্কুল ক্রিকেট টুর্নামেন্টে অনূর্ধ্ব-১৪ দলে খেলবে সে। খবরটা নিশ্চিত করেছেন দিরুভাই অম্বনি স্কুলের এক কর্মকর্তা। বলেন, ‘হ্যাঁ, ইব্রাহিম এমএসএসএ’র ক্রিকেট টুর্নামেন্টে খেলবে।’ ইতোমধ্যে অনুশীলন শুরু করেছে সপ্তম শ্রেণিতে পড়ুয়া ইব্রাহিম। ওই কর্মকর্তা আরো জানান, ‘সেলিব্রেটির সন্তান হলেও আমাদের কাছে সে একজন সাধারণ ক্রিকেটার। আমরা আশা করছি, টুর্নামেন্টে ভালো খেলবে।’ ইব্রাহিম প্রস্তুত!
টাইগারের মৃত্যুর দু বছর পর পতেৌদি পরিবার পেল ক্রিকেটের নতুন উত্তরসূরি।
Discussion about this post