ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
আবুধাবিতে ম্যাচ মানেই যেন পাকিস্তানের জন্য দুঃস্বপ্ন। সিরিজের প্রথম টেস্টে কিউইদের বিপক্ষে এই মাঠে জিততে থাকা ম্যাচ ৪ রানে হেরেছিল দল। এবার এই মাঠের ভরাডুবি হল তাদের। জিততে পাকিস্তানের সামনে ছিল ২৮০ রান। কিন্তু শুক্রবার টেস্টের পঞ্চম ও শেষদিনে ১৫৬ রানে দ্বিতীয় ইনিংসে অলআউট।
আবুধাবি টেস্টে ১২৩ রানের বড় ব্যবধানে জিতল নিউজিল্যান্ড। ৩ ম্যাচ টেস্ট সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে কিউইরা।
ইতিহাস জানাচ্ছে সেই ১৯৬৯ সালের পর পাকিস্তানের হোম সিরিজ জিতল নিউজিল্যান্ড। ৪৯ বছর আগে ‘অ্যাওয়ে’ টেস্ট সিরিজে হারিয়েছিল। সংযুক্ত আরব আমিরাত এখন পাকিস্তানের ‘ঘরের মাঠ’। তাদের দেশে আন্তর্জাতিক ক্রিকেট নেই ৯ বছর ধরে। এবার দেশের মাঠে সেই রেকর্ড হাতছাড়া হল।
আবুধাবি টেস্টে শুক্রবার ৭ উইকেটে ৩৫৩ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে কিউইরা। তখনই ৭৯ ওভারে পাকিস্তানের জিততে প্রয়োজন হয় ২৮০ রান। কিন্তু মাত্র ৫৫ রান তুলতেই ৫ উইকেট শেষ পাকিস্তানের। তারপর আর ফেরা হয়নি।
এরমধ্যে বাবর আজম করেন ৫১ রান। ২৮ রান তুলেন সরফরাজ। নিউজিল্যান্ডের হয়ে দুই স্পিনার আজাজ প্যাটেল ও উইলিয়াম সমারভিল ও পেসার টিম সাউদি তুলেছেন ৩টি করে উইকেট।
সিরিজের প্রথম টেস্টে ৪ রানের নাটকীয় জয় পায় নিউজিল্যান্ড। এরপর দুবাইয়ে ইনিংস ও ১৬ রানে জিতে সরফরাজ আহমেদের দল।
সংক্ষিপ্ত স্কোর-
নিউজিল্যান্ড ১ম ইনিংস: ২৭৪/১০
পাকিস্তান ১ম ইনিংস: ৩৪৮/১০
নিউজিল্যান্ড ২য় ইনিংস: ১১৩ ওভারে ৩৫৩/৭ ইনিংস ঘোষণা (উইলিয়ামসন ১৩৯, নিকোলস ১৬*, ডি গ্র্যান্ডহোম ২৬, ওয়াটলিং ০, সাউদি ১৫*; হাসান ১/৬২, আফ্রিদি ২/৮৫, ইয়াসির ৪/১২৯)
পাকিস্তান ২য় ইনিংস: (লক্ষ্য ২৮০) ৫৬.১ ওভারে ১৫৬/১০ (ইমাম ২২, হাফিজ ৮, আজহার ৫, হারিস ৯, শফিক ০, বাবর ৫১, সরফরাজ ২৮, বিলাল ১২, ইয়াসির ৪, হাসান ৪, আফ্রিদি ২*; সাউদি ৩/৪২, ডি গ্র্যান্ডহোম ১/৩, প্যাটেল ৩/৪২, সামারভিল ৩/৫২)
ফল: নিউজিল্যান্ড ১২৩ রানে জয়ী
সিরিজ: তিন ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে জয়ী নিউজিল্যান্ড
ম্যাচসেরা: কেন উইলিয়ামসন
সিরিজসেরা: ইয়াসির শাহ
Discussion about this post