ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
রোমাঞ্চ ছড়ালেও ড্র হয়েছে উত্তরাঞ্চল-মধ্যাঞ্চলের লড়াই। বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) এই ম্যাচে আবু হায়দার রনি ক্যারিয়ারসেরা বোলিংয়ে তুলে নেন ৬ উইকেট। বিসিএলের দ্বিতীয় রাউন্ডের ম্যাচের চতুর্থ দিনে ও শেষদিনে আলোকস্বল্পতায় আগে খেলা শেষ না হলে অবশ্য জিততেই পারতো মধ্যাঞ্চল। যখন খেলা বন্ধ হয় তখন উত্তরাঞ্চলের সংগ্রহ ৯ উইকেটে ২৫৫ রান।
২৮৪ রানের লক্ষ্যে নেমে ফরহাদ হোসেনকে নিয়ে সানজামুল ইসলাম গড়েন ৯৮ রানের জুটি। ৪৫ বলে ৪৭ রান করেনফরহাদ। জহুরুল ইসলামের সঙ্গে ৯৬ রানের জুটি গড়েন সানজামুল। ২৭৭ বলে ১০ চারে ৯২ রান করে আউট সানজামুল। এরপর ৫২ রান করা জহুরুল ইসলামকে ফেরান আবু হায়দার রনি। শেষ দিকে ১১ নম্বর ব্যাটসস্যান ইবাদত হোসেনকে নিয়ে সাব্বির রহমান লড়াই করে ম্যাচ ড্র করেন। ৩৬ বলে ২৬ রানে অপরাজিত সাব্বির।
৬ উইকেট তুলতে রনি খরচ করেন ৮৬ রান। এটিই তার ক্যারিয়ারসেরা সাফল্য।
সংক্ষিপ্ত স্কোর-
মধ্যাঞ্চল ১ম ইনিংস: ২২০/১০
উত্তরাঞ্চল ১ম ইনিংস: ২৫৫/১০
মধ্যাঞ্চল ২য় ইনিংস: ৩১৮/১০
উত্তরাঞ্চল ২য় ইনিংস: (লক্ষ্য ২৮৪) ৮০.৩ ওভারে ২৫৫/৯ (জুনায়েদ ২, সানজামুল ৯২, ফরহাদ ৪৭, নাঈম ০, জহুরুল ৫২, সাব্বির ২৬*, ধীমান ১৭, জিয়া ৭, মোহর ০, ইবাদত ০*; শহিদুল ০/৫০, আবু হায়দার ৬/৮৬, রবিউল ৩/৫৪)
ফল: ড্র
ম্যাচসেরা: ইবাদত হোসেন
#####
এনামুলের শতরান
এনামুল হক বিজয়ের দুর্দান্ত এক শতরানে ফলো অনে পড়া দক্ষিণাঞ্চল ড্রয়ে তৃপ্তি নিয়ে মাঠ ছেড়েছে। শনিবার বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ম্যাচে পূর্বাঞ্চলের সঙ্গে ড্র করেছে তারা। রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে এনামুল হক দুর্দান্ত ব্যাট করেছেন। প্রথমে ফজলে মাহমুদের সঙ্গে ৬০ ও তুষার ইমরানের সঙ্গে ৮৯ রানের জুটি গড়েন। ২৫৩ বলে ১৫ চার ও এক ছক্কায় ১৩৩ রান করে ফিরেন এনামুল হক।
সংক্ষিপ্ত স্কোর-
পূর্বাঞ্চল ১ম ইনিংস: ৪৭৩/১০
দক্ষিণাঞ্চল ১ম ইনিংস: ৮১.১ ওভারে ২৫৮/১০ (রকিবুল ৬৬, সোহান ২২, মেহেদি ৮৬, রাজ্জাক ২২, রুবেল ৬; মাহমুদুল ৩/৪৩, হাসান ২/২৫, সাইফ ১/৪৪, এনামুল জুনিয়র ৪/১২১)
দক্ষিণাঞ্চল ২য় ইনিংস: (ফলো অন) ১১৫ ওভারে ৩৭৭/৫ (এনামুল ১৩৩, শাহরিয়ার ৮১, মাহমুদ ২২, তুষার ৪১, রকিবুল ২৮*, সোহান ১০, মেহেদি ৩৭*; মাহমুদুল ১/৮৫, আফিফ ২/৮৩, এনামুল ২/১০৫)
ফল: ড্র
ম্যাচসেরা: শামসুর রহমান
Discussion about this post