ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
দুঃসময়ে মোসাদ্দেক হোসেন। ব্যাটে রান নেই এ কারণে বাদ পড়েছেন জাতীয় দল থেকে। তবে ঘরোয়া ক্রিকেটে কথা বলল তার ব্যাট। শুক্রবার দারুণ এক শতরান তুলে নিয়েছেন মধ্যাঞ্চলের এই ব্যাটসম্যান। ৫ উইকেট নিয়েছেন উত্তরাঞ্চলের মোহর শেখ। তার সতীর্থ ইবাদত হোসেন ম্যাচে মোট দশ উইকেট নিয়েছেন। ক্যারিয়ারের প্রথমবারের মতো ম্যাচে ১০ উইকেট নিয়েছেন তিনি।
শুক্রবার বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) দ্বিতীয় রাউন্ডের ম্যাচের তৃতীয় দিনের খেলা শেষে উত্তরাঞ্চল দ্বিতীয় ইনিংসে তুলে ১ উইকেটে ৭। জিততে শনিবার শেষ দিন আরো চাই ২৭৭ রান। বিসিএলে টানা দ্বিতীয় জয় পেতে মধ্যাঞ্চলের দরকার ৯ উইকেট।
বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে ৩ উইকেটে ৫০ রান নিয়ে দিন শুরু করে মধ্যাঞ্চল। দ্বিতীয় ইনিংসে তুলে ৩১৮ রান। তারই পথ ধরে ২৮৪ রানের টার্গেট দেয় মধ্যাঞ্চল।
ম্যাচে শুভাগত হোম চৌধুরী করেন ৪৫ রান। মোশাররফ হোসেন ৫৪। আর ১৬০ বলে ১০৪ রান করেন মোসাদ্দেক। এটি তার ক্যারিয়াের একাদশতম শতরান।
সংক্ষিপ্ত স্কোর-
মধ্যাঞ্চল ১ম ইনিংস: ২২০/১০
উত্তরাঞ্চল ১ম ইনিংস: ২৫৫/১০
মধ্যাঞ্চল ২য় ইনিংস: ৮৯.৪ ওভারে ৩১৮/১০ (শান্ত ৪২, শুভাগত ৪৫, মোসাদ্দেক ১০৪, মোশাররফ ৫৪, রবিউল ৯*, আবু হায়দার ১৪; ইবাদত ৪/৮৮, জিয়া ১/৬০, মোহর ৫/৬৯)
উত্তরাঞ্চল ২য় ইনিংস: ৩.৩ ওভারে ৭/১ (মিজানুর ৭, জুনায়েদ ০*, সানজামুল ০*; আবু হায়দার ১/৫)
#####
বাংলাদেশ ক্রিকেট লিগের আরেক ম্যাচে চাপের মুখে দক্ষিণাঞ্চল। ফলোঅনে পড়া পূর্বাঞ্চলকে বাঁচাতে লড়ছেন শাহরিয়ার নাফীস ও এনামুল হক জুনিয়র। বিসিএলের দ্বিতীয় রাউন্ডের ম্যাচের তৃতীয় দিনের খেলা শেষে দক্ষিণাঞ্চলের কোন উইকেট না হারিয়ে তুলেছে ১৩৫ রান। প্রথম ইনিংসে ৪৭৩ রান করে পূর্বাঞ্চল। তারপর প্রথম ইনিংসে ২৫৮ রানে অলআউট দক্ষিণাঞ্চল ।
সংক্ষিপ্ত স্কোর:
পূর্বাঞ্চল ১ম ইনিংস: ৪৭৩/১০
দক্ষিণাঞ্চল ১ম ইনিংস: ৮১.১ ওভারে ২৫৮ (রকিবুল ৬৬, সোহান ২২, মেহেদি ৮৬, শফিউল ০, রাজ্জাক ২২, রুবেল ৬, আল আমিন ০*; মাহমুদুল ৩/৪৩, হাসান ২/২৫, সাইফ ১/৪৪, এনামুল জুনিয়র ৪/১২১)
দক্ষিণাঞ্চল ২য় ইনিংস: (ফলোঅন) ৪০ ওভারে ১৩৫/০ (এনামুল ৪৬*, শাহরিয়ার ৮১*; হাসান ০/১৮, মাহমুদুল ০/৫৪)
Discussion about this post