ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
শক্তিশালী দল নিয়েই ইমার্জিং এশিয়া কাপে খেলবে বাংলাদেশ। দলের নেতৃত্ব থাকবেন জাতীয় দল থেকে বাদ পড়া কিপার ব্যাটসম্যান নুরুল হাসান সোহান। আর দলে আছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের দলে থাকা দুই ক্রিকেটার সৈয়দ খালেদ আহমেদ ও নাঈম হাসান।
এমনিতে দলে ২৩ বছরের বেশি বয়সী খেলতে পারেন চারজন। সোহান ছাড়া বেশি বয়সীরা হলেন-মিজানুর রহমান, দুই পেসার খালেদ আর শফিউল ইসলাম। এমনিতে মূলত অনূর্ধ্ব-২৩ দলের টুর্নামেন্ট।
৮ দেশের টুর্নামেন্টে গ্রুপ পর্বের খেলা বে দুই দেশে। বাংলদেশ রয়েছে ‘বি’ গ্রুপে।এই গ্রুপের খেলা হবে পাকিস্তানের করাচিতে। আর ‘এ’ গ্রুপের খেলা শ্রীলঙ্কার কলম্বোতে।
এই টুর্নামেন্টে বাংলাদেশ দলে আরো আছেন মোসাদ্দেক হোসেন, নাজমুল হোসেন শান্তর মতো জাতীয় দলের ক্রিকেটার। আছেন ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত খেলা তরুণ পেসার মোহর শেখ ও বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম।
আগামী বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের মিশন। পরদিন সোহানদের প্রতিপক্ষ হংক। ৯ ডিসেম্বর পাকিস্তানের সঙ্গে লড়াই। ‘এ’ গ্র্রুপে রয়েছে শ্রীলঙ্কা, ভারত, ওমান ও আফগানিস্তান।
পাকিস্তান সফরে যাচ্ছে না ভারত। এ কারণে দুই গ্রুপের খেলা হচ্ছে দুটি দেশে। সেমিফাইনাল ১৩ ডিসেম্বর। ফাইনাল ১৫ ডিসেম্বর কলম্বোতে।
বাংলাদেশ দল
নুরুল হাসান সোহান (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন (সহ-অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, মিজানুর রহমান, শফিউল ইসলাম, জাকির হাসান, সাইফ হাসান, ইয়াসির আলি চৌধুরী, তানভীর ইসলাম, আফিফ হোসেন, নাঈম হাসান, শরিফুল ইসলাম, কাজি অনিক ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, মোহর শেখ।
Discussion about this post