ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
অনুশীলনে বরাবরই অন্যদের চেয়ে একটু বেশিই সিরিয়াস তিনি। এরমধ্যে রান পাননি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে। তাইতো ঢাকায় ব্যাটে রান চাইছেন মুশফিকুর রহীম। কিন্তু এরমধ্যে অনুশীলনে হঠাৎ বুড়ো আঙুলের চোট পেয়েছেন তিনি। এরপরই ছড়িয়ে শঙ্কা। শুক্রবার থেকে শুরু হতে যাওয়া সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে খেলতে পারবেন তো মুশফিক?
এই প্রশ্নের উত্তর দিয়েছেন বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী। তিনি জানান মুশফিকের চোট মারাত্মক নয়। তার মানে শঙ্কামুক্ত এ ডানহাতি ব্যাটসম্যান।
বুধবার আনুষ্ঠানিক অনুশীলনে ব্যাট করন মুশফিক। এক পর্যাযে এ ডানহাতি পড়েন চোটে। কিন্তু কোথায় ব্যথা পেয়েছেন? এরপরই তার কী অবস্থা এ ব্যাপারে প্রথমে কিছুই জানায়নি বিসিবি। তাই ঢাকা টেস্টে তাকে নিয়ে একরকম শঙ্কা তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত দেবাশীষ চৌধুরীর সবুজ সংকেত দিয়েছেন। মুশফিককে নিয়ে স্বাগতিকদের ভয় অনেকটাই কেটে গেছে। বাকিটার জন্য ম্যাচের আগ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে হবে টাইগারদের।
মাত্র আড়াই দিনে চট্টগ্রাম টেস্ট জিতে টাইগাররা এখন চাঙ্গা। দুই দিন আগেই ঢাকা ফিরে শুরু করে দিয়েছিল গা গরমের অনুশীলনও। তবে ম্যাচের আগে আনুষ্ঠানিক অনুশীলন শুরু হয়েছে গতকালই। আর প্রথম দিনেই দলের চিন্তা বাড়িয়েছিলেন মুশফিক। শেষ পর্যন্ত যদি তিনি খেলতে না পারেন তাহলে হয়তো স্কোয়াডে অন্য কাউকে সুযোগ দেবে টিম ম্যানেজম্যান্ট।
উইন্ডিজের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে ব্যাট হাতে মুশফিক করেছিলেন ৪ ও ১৯ রান। কিন্তু তার আগে গেল জিম্বাবুয়ে সিরিজের টেস্টে এ ডানহাতি করেছিলেন ডাবল সেঞ্চুরি। শুধু তাই নয় দেশের হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত টেস্ট ইনিংসের রেকর্ড গড়েন।
Discussion about this post