ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
সিরিজ বাঁচতে জয় ছাড়া অন্য কোন পথই খোলা ছিল না ভারতের। সিরিজের প্রথম ম্যাচ ব্রিসবেনে অস্ট্রেলিয়া জিতে ৪ রানে। মেলবোর্নে পরের ম্যাচ বৃষ্টিতে পন্ড! শেষ পর্যন্ত রোববার জয় তুলে নিয়ে সিরিজে সমতা এনেছে বিরাট কোহলির দল। তৃতীয় টি-টুয়েন্টিতে বিরাট কোহলির ব্যাটে ৬ উইকেটে জিতে ১-১ সমতায় সিরিজ শেষ করেছে সফরকারীরা।
রোববার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৬৪ রান তুলে অস্ট্রেলিয়া। সর্বোচ্চ ৩৩ রান করেন ডর্চি শর্ট। অ্যারন ফিঞ্চ ২৮ ও অ্যালেক্স কুরি তুলেন ১৩ রান। ভারতের হয়ে ক্রুনাল পান্ডে ৩৬ রানে নিয়েছেন ৪টি উইকেট।
জবাবে বিরাট কোহলির ৪১ বলে ৬১ রানে ভর করে ২ বল আগেই ৪ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে ভারত। ভারতের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান করেন শিখর ধাওয়ান ৪১। শেষ ৫ ওভারে জিততে দরকার ছিল ৫২ রান। কোহলি-কার্তিক সেই লক্ষ্যটা সহজ করে দেন। শেষ ওভারে দরকার ছিল ৫ রান। দুই বলে কোহলি দুটি বাউন্ডারিতে জয়ের বন্দরে নোঙর করেন কোহলি।
তবে ম্যাচসেরা বল হাতে ৪ উইকেট নেওয়া ক্রুনাল পান্ডে।
সংক্ষিপ্ত স্কোর-
অস্ট্রেলিয়া: ২০ ওভারে ১৬৪/৬ (শর্ট ৩৩, ফিঞ্চ ২৮, ম্যাক্সওয়েল ১৩, কেয়ারি ২৭, লিন ১৩, স্টয়নিস ২৫*, কোল্টার-নাইল ১৩*; কুলদীপ ১/১৯, ক্রুনাল ৪/৩৬)।
ভারত: ১৯.৪ ওভারে ১৬৮/৪ (রোহিত ২৩, ধাওয়ান ৪১, কোহলি ৬১*, রাহুল ১৪, পান্ত ০, কার্তিক ২২*; স্টার্ক ১/২৬, জ্যাম্পা ১/২২, ম্যাক্সওয়েল ১/২৫, টাই ১/৩২)।
ফল: ভারত ৬ উইকেটে জয়ী
সিরিজ: ৩ ম্যাচ সিরিজ ১-১ ড্র
ম্যাচসেরা: ক্রুনাল পান্ডিয়া
Discussion about this post