ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
পেস বোলাররা বুঝি এমনই হন, মেজাজের লাগাম টেনে ধরতে পারেন না! বারবার একই ভুলের ফাঁদে পা দিয়ে এবার নিষিদ্ধ হতে হলো তাকে। কোড অব কন্ডাক্ট ভেঙে ঢাকা টেস্টে খেলতে পারছেন না ওয়েস্ট ইন্ডিজের পেস বোলার শেনন গ্যাব্রিয়েল।
৩০ নভেম্বর মিরপুরের শেরেবাংলায় শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। যেখানে খেলতে পারছেন এই ক্যারবীয় পেসার।
চট্টগ্রাম টেস্টের প্রথম দিনই ঝামেলায় জড়িয়ে পড়েন গ্যাব্রিয়েল। তার কারণে ডিমেরিট পয়েন্ট পান তিনি। বাংলাদেশ ইনিংসের অষ্টম ওভারে ওপেনার ইমরুল কায়েস রান নেয়ার সময় তাকে ইচ্ছে করে দুইবার ধাক্কা দিয়েছিলেন গ্যাব্রিয়েল। ঘটনা তাৎক্ষণিকভাবে চোখে পড়ে আম্পায়ারদের।
দিনের খেলা শেষে বৃহস্পতিবার তার বিরুদ্ধে অভিযোগ আনেন দুই ফিল্ড আম্পায়ার।
শুক্রবার সকালে ম্যাচ রেফারি ডেভিড বুনের কাছে নিজের দোষ স্বীকার করেন শেনন গ্যাব্রিয়েল। এ কারণে শুনানির প্রয়োজন পড়েনি। একইসঙ্গে দুটি ডিমেরিট পয়েন্ট পান এই ক্যারিবীয় পেসার। সঙ্গে ম্যাচ ফির ৩০ ভাগ জরিমানা হয় তার।
গত এপ্রিলে পাকিস্তানের বিপক্ষে জ্যামাইকা টেস্টে তিনটি ডিমেরিট পয়েন্ট আর ম্যাচ ফির ৫০ ভাগ জরিমানা হয় গ্যাব্রিয়েলের। ২৪ মাসের মধ্যে মোট পাঁচটি ডিমেরিট পয়েন্ট পেলেন তিনি। এ কারণেই এই এক টেস্টের নিষেধাজ্ঞা।
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নিয়মে চারটির বেশি ডিমেরিট পয়েন্ট সমান দুটি সাসপেনশন পয়েন্ট। ২৪ মাসের মধ্যে দুটি সাসপেনশন পয়েন্ট পেলে কোনো খেলোয়াড় এক টেস্ট বা দুটি ওয়ানডে কিংবা দুটি টি-টুয়েন্টি ম্যাচে নিষিদ্ধ হবেন।
Discussion about this post