ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
বড় ইনিংস গড়ার পথেই ছিল বাংলাদেশ। কিন্তু চা-বিরতির পর শ্যানন গ্যাব্রিয়েলের বোলিং তোপে ১৩ রানে চার উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ। তবে এরপরই হাল ধরেছেন লোয়ার অর্ডারে নাঈম হাসান ও তাইজুল ইসলাম। অবিচ্ছিন্ন নবম উইকেটে গড়েন ৫৬ রানের জুটি। তাদের দৃঢ়তায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের প্রথম দিনটা ভালই কাটল বাংলাদেশের।
বৃহস্পতিবার প্রথম দিন শেষে বাংলাদেশ ১ম ইনিংসে তুলেছে ৮ উইকেটে ৩১৫ রান। অভিষেক টেস্ট খেলতে নামা নাঈম ২৪ রানে অপরাজিত আছেন। অন্যপ্রান্তে তাইজুলের ব্যাটে ৩২।
চাপের মুখে দাঁড়িয়ে এদিন মুমিনুল খেললেন ১২০ রানের দারুণ এক ইনিংস। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে নিজের খেলা ৮টি টেস্ট ম্যাচে তার শতরান ৬টি। সব মিলিয়ে বাংলাদেশের হয়ে টেস্টে সর্বাধিক ৮ সেঞ্চুরির রেকর্ডও ছুঁয়ে ফেললেন বৃহস্পতিবার। যা এতোদিন ছিল তামিম ইকবালের। ক্যারিয়ারের ৩২ টেস্টে ৮ শতক। আর তামিম ইকবাল খেলেছেন ৫১ টেস্ট।
ওয়েস্ট ইন্ডিজের দেবেন্দ্র বিশুকে ছক্কা মেরে ৯৮ রানে চলে যান মুমিনুল। তারপর রোস্টন চেইসের বলে চার হাঁকিয়ে ১৩৫ বলে তুলেন নেন সেঞ্চুরি। ২০১৮ সালে এটি তার চার নম্বর টেস্ট সেঞ্চুরি। শতকের দিক থেকে ছুঁয়ে ফেললেন ভারতের বিরাট কোহলিকে।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আগের সিরিজে চার ইনিংসে মুমিনুল করেন ১, ০, ০ ও ১৫ রান। এবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দাপট দেখিয়ে তুললেন শতরান।
তবে শ্যানন গ্যাব্রিয়েলের বোলিং তোপে বিপাকে পড়ে যায় স্বাগতিকরা। মমিনুল, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ ও সাকিবকে ফেরান তিনি। ২৬ বলের ব্যবধানে ৪ উইকেট পতন!
আর নবম উইকেট জুটিতে নাঈম হাসান ও তাইজুল ইসলাম দৃঢ়তা না দেখালে তিনশর আগে শেষ হতে পারতো টাইগাররা। ১৫.৫ ওভারে ৫৬ রান তুলেন দু’জন।
এর আগে সকালে টস জিতে প্রথমে ব্যাটিং নেন অধিনায়ক সাকিব। সব মিলিয়ে দিনটা মন্দ কাটেনি টাইগারদের।
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ ১ম ইনিংস: ৮৮ ওভারে ৩১৫/৮ (ইমরুল ৪৪, সৌম্য ০, মুমিনুল ১২০, মিঠুন ২০, সাকিব ৩৪, মুশফিক ৪, মাহমুদউল্লাহ ৩, মিরাজ ২২, নাঈম ২৪*, তাইজুল ৩২*; রোচ ১৫-২-৫৫-১, গ্যাব্রিয়েল ১৮-২-৬৯-৪, ওয়ারিক্যান ২১-৬-৬২-২, বিশু ১৫-০-৬০-১)
Discussion about this post