ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
একেবারে হেসে-খেলে ঢাকা টেস্ট জিতেছে বাংলাদেশ দল। ২১৮ রানের বড় জয়ে টেস্ট সিরিজটাও সমতায় শেষ করল স্বাগতিকরা। টাইগাররা দেশের টেস্ট ইতিহাসের দ্বিতীয় বড় জয় মাহমুদউল্লাহ রিয়াদের হাত ধরে। দলের ভারপ্রাপ্ত অধিনায়ক এই সাফল্যের পর বৃহস্পতিবার গণমাধ্যমের মুখোমুখি হয়েছেন। তবে তখন আনন্দের সঙ্গে তার গলায় ছিল অভিমানের সুর।
কারণ সিলেটে হারের পর সমালোচনাও শুনতে হয়েছে তাকে। মাহমুদউল্লাহ বলছিলেন, ‘যদি আপনি ম্যাচ জিতেন তাহলে অবশ্যই আপনার আনন্দ লাগা উচিত। ম্যাচ জিতলে ওতটুকু অধিকার থাকে আনন্দ প্রকাশ করার। আমরা যখন খারাপ খেলি, ড্রেসিং রুমে মনটা আমাদেরই বেশি খারাপ হয়। আমাদের চোখের পানি কেউ দেখে না। আমরা এটা কাউকে বলিও না। এখানে কমপেয়ারিজমের কোন ইস্যু নেই, স্বস্তিও না, আনন্দও না।’
ঘুরে দাঁড়ানোর প্রত্যয় নিয়েই ঢাকায় মাঠে নেমেছিল বাংলাদেশ। তবে সিরিজ শেষে অধিনায়ক মাহমুদউল্লাহ সফরকারীদের লড়াইয়ের কথাও ভুললেন না। তিনি বলেন, ‘সিরিজ শেষে আমার মনে হয় জিম্বাবুয়েকেও ক্রেডিট দিতে হবে, ওরা ভাল ক্রিকেট খেলেছে। প্রথম টেস্টে কিছু ল্যাক অব ডিসিপ্লিন ছিল, যা টেস্ট ক্রিকেটে অনেক গুরুত্বপূর্ণ।ওই জিনিসটা আমরা করতে পারি নি, যা এই টেস্টে করতে পেরেছি। প্রথম টেস্ট হারের পর আমরা খুব কষ্ঠ পেয়েছিলাম, আমরা চেয়েছিলাম এটার বহিঃপ্রকাশ মাঠে দেখাতে। আমার মনে হয় আমরা কিছুটা হলেও করতে পেরেছি।’
মাহমুদউল্লাহ সাড়ে আট বছর পর টেস্টে শতরান পেয়েছেন। সঙ্গে দলও ফিরেছে জয়ে। অধিনায়ক জা্নাচ্ছিলেন, ‘আমার শেষ পাঁচ টেস্টে কোন ভাল পারফরম্যান্স ছিল না, কোন ফিফটি ছিল না। আমি এই ফরম্যাটের ক্রিকেটে স্ট্রাগল করছিলাম। আমি চাইছিলাম আমার জায়গাটা মূল্যায়ন করতে পারে, কারণ অধিনায়ক হিসেবে সবসময় সামনে থেকে পারফর্ম করতে হয়। আলহামদুলিল্লাহ যে আমি দলের জন্য কন্ট্রিবিউট করতে পেরেছি।’
এবার ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে লড়াই বাংলাদেশের। ২২ নভেম্বর চট্টগ্রামে শুরু সিরিজের প্রথম টেস্ট। বিশ্রামের সুযোগ নেই। সেই লড়াইয়ের জন্য প্রস্তুতি শুরু হয়ে যাবে সহসাই।
Discussion about this post