ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
আন্তর্জাতিক ক্রিকেটে এখন পর্যন্ত তিন ফরম্যাট মিলিয়ে দশ হাজার রান ক্লাবে পা রেখেছেন বাংলাদেশের তিন ব্যাটসম্যান। সেই তাদেরই সম্মাননা জানাল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তামিম ইকবাল কিছুদিন আগেই এই মাইলফলক স্পর্শ করেছেন। তারপরই এই এই মাইলফলকে পৌঁছে যান সাকিব আল হাসান। গত মাসে এই ক্লাবের সদস্য হয়েছেন মুশফিকুর রহিম। সাকিব ব্যক্তিগত ব্যস্ততার কারণে হাজির থাকতে পারেন নি। তবে তামিম-মুশফিককে বৃহস্পতিবার বিশেষ সম্মাননা দিয়েছে বিসিবি।
বাংলাদেশ-জিম্বাবুয়ের মধ্যকার ঢাকা টেস্ট শেষে পুরস্কার প্রদান অনুষ্ঠানেই এই সম্মান জানানো হয় এই দু’জনকে। মুশফিককে ব্লেজার পরিয়ে দেন সাবেক অধিনায়ক আকরাম খান। তামিমকে সাদা রঙের ব্লেজার পরিয়ে দেন প্রথম টেস্টের অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয়। এরপর তাদের হাতে বিশেষ স্মারক ক্রেস্ট তুলে দেন বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন।
সম্মাননা হিসেবে এই দুই তারকা ক্রিকেটার বিসিবির কাছ থেকে পেলেন- একটি বিশেষ ব্লেজার ও সোনা খচিত একটি ক্রেস্ট। সেটিতে লেখা 10k Club Members। সাদা ব্লেজার গায়ে সেই ট্রফি বুঝে পেলেন টাইগার ক্রিকেটের সেরা দুই ব্যাটসম্যান।
আন্তর্জাতিক ক্রিকেটে দেশের হয়ে তিন ফরম্যাটে ১০ হাজার রান ক্লাবে সবার আগে পৌঁছে যান তামিম। ২০১৭ সালের মার্চে এই কীর্তি গড়েন তিনি। গত জানুয়ারিতে দশহাজারি ক্লাবে যোগ দেন সাকিব আল হাসান। গতমাসে মুশফিকও তাদের সঙ্গী হয়েছেন।
Discussion about this post