ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
সকাল নাকি জানিয়ে দেন কেমন যাবে দিনটা। কিন্তু বাজে একটা সকালেরও পরও স্বস্তিতে দিনটা শেষ করতে পারল বাংলাদেশ ক্রিকেট দল। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনটা বেশ ভালই কেটেছে টাইগারদের। মাত্র ২৬ রানে ৩ উইকেট হারিয়েছিল দল। এরপর জুটি বাধেন মুমিনুল হক আর মুশফিকুর রহীম। তাদের ব্যাটেই দিন শেষে স্বস্তি লাল সবুজের প্রতিনিধিরা।
রোববার মুমিনুল ও মুশফিকুর দু’জনই পেয়েছেন শতরান। আর ঢাকা টেস্টের প্রথম দিনের খেলা শেষে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ৩০৩। ১১১ রানে উইকেটে আছেন মুশফিক। মাহমুদউল্লাহ অবশ্য রানের খাতা খুলতে পারেন নি। আট টেস্ট পর টেস্ট ইনিংসে দুইশ টপকালো টাইগাররা।
মনে হচ্ছিল দিনটা পার করে ফেলবেন মুশফিক-মুমিনুল। কিন্তু দ্বিতীয় নতুন বলের দ্বিতীয় ওভারে ভাঙে বাংলাদেশের চতুর্থ উইকেট জুটি। ৯ রানে জীবন পেয়ে মুমিনুল করেন শতরান। দলের ২৯২ রানে ফিরেন যান তিনি। ভাঙে ২৬৬ রানের জুটি। এটি চতুর্থ ইনিংসে বাংলাদেশের রেকর্ড জুটি। এই জুটিতে আগের ১৮০ রানের রেকর্ডেও ছিল মমিনুলের নাম। শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রামে লিটন দাস ও মমিনুল সেই রেকর্ড গড়েন।
রোববার ২৪৭ বলে ১৯ চারে ১৬১ রান তুলেন মুমিনুল। স্বস্তি নিয়ে ফিরেন সাজঘরে।
এটি তার সর্বোচ্চ রানের ইনিংন নয়। ২০১৩ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে চট্টগ্রামে ১৮১ রান করেন। শ্রীলঙ্কার বিপক্ষে করেছিলেন ১৭৬ রান।
৪৮ রানে ৩ উইকেট নেন জিম্বাবুয়ের কাইল জার্ভিস। একটি করে উইকেট পেয়েছেন টেন্ডাই চাটারা ও ডোনাল্ড টিরিপানো।
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ ১ম ইনিংস: ৯০ ওভারে ৩০৩/৫ (লিটন ৯, ইমরুল ০, মুমিনুল ১৬১, মিঠুন ০, মুশফিক ১১১*, তাইজুল ৪, মাহমুদউল্লাহ ০*; জার্ভিস ৩/৪৮, চাটারা ১/২৮, টিরিপানো ১/৩৩)
Discussion about this post