ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
তাকে নিয়ে শুরু হয়েছিল সমালোচনা। বিশেষ করে সিলেটে জিম্বাবুয়ের বিপক্ষে দুই ইনিংসে ব্যর্থতার পর তোপের মুখেই ছিলেন তিনি। সব মিলিয়ে টানা চার টেস্টের আট ইনিংসে ব্যর্থ ছিলেন মুমিনুল হক। সর্বোচ্চ ছিল ৩৩ রান।
এবার ঢাকা টেস্টে দল যখন বিপর্যয়ে তখনই ফিরলেন তিনি। সেই চেনা মুমিনুলেরই দেখা মিলল। শতরান দিয়েই প্রত্যাবর্তন হল এই টেস্ট স্পেশালিস্টের। এ বছর শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টের দুই ইনিংসে প্রথম বাংলাদেশি হিসেবে সেঞ্চুরির কৃতিত্ব গড়েন মমিনুল। তারপর আবারো রান আসলো তার ব্যাটে।
এবার টেস্ট ক্যারিয়ারের সপ্তম শতরান করলেন তিনি। জিম্বাবুয়ের বিপক্ষে রোববার দৃঢ়চেতা ব্যাটিং উইপহার দিলেন তিনি। বাংলাদেশের হয়ে টেস্টে সবচেয়ে বেশি আট সেঞ্চুরি তামিম ইকবালের।
জিম্বাবুয়ের বিপক্ষে এটি মমিনুলের দ্বিতীয় টেস্ট শতরান। ২০১৪ সালের নভেম্বরে চট্টগ্রাম টেস্টেও জিম্বাবুয়ের বিপক্ষে সেঞ্চুরি করেন তিনি। ম্যাচে মুশফিকুর রহীমকে নিয়ে বিপর্যয় সামাল দিয়েছেন। মুমিনুল হক ও মুশফিকুর রহিমের ব্যাটে চতুর্থ উইকেটে নিজেদের সেরা জুটি পায় বাংলাদেশ। ২৬ রানে ৩ উইকেট হারানোর পর জুটি বাঁধা এই দুই ব্যাটসম্যান অবিচ্ছিন্ন চতুর্থ উইকেটে এ রিপোর্ট লেখার সময় দুইশর বেশি রান যোগ করেছেন।
চতুর্থ উইকেটে আগের সেরা জুটিতেও ছিলেন মুমিনুল হক। চট্টগ্রামে লিটন দাসের সঙ্গে গড়েন ১৮০ রানের জুটি। চতুর্থ উইকেটে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের আগের সেরা জুটি গড়েন তামিম ইকবাল ও সাকিব আল হাসান। করেন ১৩২।
Discussion about this post