ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
আগের দিনই জয়ের মঞ্চ তৈরি করে রেখেছিল রাজশাহী বিভাগ। বৃহস্পতিবার সকালে শুধু আনুষ্ঠানিকতাটাই সারল তারা। জুনায়েদ সিদ্দিকের শতরান ও জহুরুল ইসলামের হাফসেঞ্চুরিতে জাতীয় লিগের শেষ রাউন্ডের শেষ দিনে বরিশালকে তারা হারাল ৬ উইকেটে। আর এই জয়ে ৬ বছর পর জাতীয় লিগের ট্রফি ফিরে পেলে পদ্মাপাড়ের দলটি।
বৃহস্পতিবার বরিশালের বিপক্ষে শেষ দিনে রাজশাহীর জিততে প্রয়োজন ছিল ১০২ রান। হাতে উইকেট ছিল ৮ উইকেট। সকালে ২ উইকেট হারিয়ে লাঞ্চের আগেই জয় তুলে নেয় রাজশাহী। সবশেষ ২০১১-১২ মৌসুমে জাতীয় লিগের শিরোপা জিতেছিল তারা।
ওয়ালটন ২০তম জাতীয় ক্রিকেট লিগের শেষ ম্যাচে রাজশাহীর হয়ে শতরান করে জয়ের নায়ক জুনায়েদ সিদ্দিকী। দ্বিতীয় ইনিংসে ১২০ রানে অপরাজিত থাকেন এই ব্যাটসম্যান। প্রথম ইনিংসে করেন ৭৮ রান।
বরিশালকে হারিয়ে পয়েন্ট তালিকায় শীর্ষে উঠল রাজশাহী। ছয় ম্যাচ শেষে তাদের পয়েন্ট ৩৪.৮১। দুটি জয় এবং বাকি চারটি ম্যাচ ড্র করে দলটি। ২১.০৯ পয়েন্ট নিয়ে দুইয়ে থাকা রংপুর শেষ রাউন্ডে খুলনার বিপক্ষে জিতলেও আর রাজশাহীকে পেছনে ফেলতে পারবে না।
২০১১-১২ মৌসুমের পর ফের জাতীয় লিগের শিরোপা জিতল রাজশাহী। সব মিলিয়ে এটি তাদের ষষ্ঠ লিগ শিরোপা।
সংক্ষিপ্ত স্কোর
বরিশাল ১ম ইনিংস: ৩৮.২ ওভারে ৯৭/১০ (আল আমিন ২৫, মোসাদ্দেক ২২, মোহর শেখ ৫/২৪, শফিকুল ৩/২০, ফরহাদ রেজা ২/৪২)।
রাজশাহী ১ম ইনিংস: ৪৪ ওভারে ১৬০/১০ (জুনায়েদ সিদ্দিকী ৭৮, জহুরুল ২৫, ফরহাদ রেজা ৩২* কামরুল ইসলাম ২/৭১, মনির ৫/১৪, সোহাগ গাজী ২/২৯)।
বরিশাল ২য় ইনিংস: ১০৫.৩ ওভারে ৩৪৬/১০ (শাহরিয়ার নাফীস ৩৩, ফজলে মাহমুদ ২৩, আল আমিন ৯৭, নুরুজ্জামান ৪৫, শামসুল ৫৬, তানভীর ৩২, ফরহাদ রেজা ৪/৫৯, মোহর শেখ ৩/৯৪)।
রাজশাহী ২য় ইনিংস: ৭৬ ওভারে ২৮৪/৪ (মিজানুর ৩০, সাব্বির হোসেন ৪৯, জুনায়েদ ১২০*, জহুরুল ৬৪, সাব্বির রহমান ৪*, তানভীর ইসলাম ২/৬৪)।
ফল: রাজশাহী ৬ উইকেটে জয়ী।
ম্যাচসেরা: জুনায়েদ সিদ্দিকী।
Discussion about this post