ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
আসল লড়াইয়ের আগে প্রথম প্রস্তুতি ম্যাচেই দুর্দান্ত দাপট বাংলাদেশের মেয়েদের। সোমবার একেবারে অনায়াসে সালমা খাতুনের দল উড়িয়ে দিয়েছে আয়ারল্যান্ডকে। তারই পথ ধরে আইসিসি টি-টুয়েন্টি বিশ্বকাপের আগে প্রস্তুতি পর্বের শুরুটা বেশ ভাল হল টাইগ্রেসদের।
সোমবার প্রথম প্রস্তুতি ম্যাচে আইরিশদের ৬ উইকেটে হারাল বাংলাদেশ। গায়ানায় অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশের সামনে পাত্তাই পেল না আইরিশ নারী ক্রিকেট দল। প্রথমে ব্যাটিংয়ে নামা আয়ারল্যান্ডকে সালমারা ২০ ওভারে তুলতে দেয় ৮৪ রান। তারপর জবাবে নেমে ৪ উইকেট হারিয়ে ৩২ বল আগেই ম্যাচটা জিতে নেয় লাল-সবুজের প্রতিনিধিরা।
এই জয়ে রেশ নিয়েই মঙ্গলবার আরেকটি প্রস্তুতি ম্যাচে মেয়েদের প্রতিপক্ষ পাকিস্তান।
টি-টুয়েন্টি ম্যাচটিতে টস জিতে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন সালমা খাতুন। বোলারদের সাফল্যে শেষ অব্দি হাসি ফুটে অধিনায়কের মুখে। পেসার জাহানারা আলম আর দুই স্পিনার রুমানা আহমেদ ও খাদিজা তুল কুবরা চেপে ধরেন আইরিশ ব্যাটসম্যানদের। এক পর্যায়ে ২৬ রান তুলতেই বিদায় নেন আয়ারল্যান্ডের ৫ ব্যাটসম্যান। দল তুলে মাত্র ৮৪ রান।
রুমানা ৪ ওভারে ১০ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। জাহানারার শিকার ২ উইকেট।
জবাব দিতে নেমে ৬ ওভারে ৩৭ রান করেন দুই ওপেনার আয়েশা রহমান ও শামিমা সুলতানা। ৯ রানে আউট শামিমা। আয়েশা ২৫। তারপর দ্রুত কয়েকটি উইকেট হারায় দল। তবে ফারজানা হক ও সানজিদা ইসলাম পঞ্চম উইকেট জুটিতে করেন ৪৬ বলে ৪৮ রান। ২১ রানে অপরাজিত ফারজানা। সানজিদা ২০ রান। দল পৌঁছে যায় জয়ের বন্দরে।
৯ নভেম্বর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে নারী টি-টুয়েন্টি বিশ্বকাপের মুল লড়াই শুরু করবে বাংলাদেশ
সংক্ষিপ্ত স্কোর-
আয়ারল্যান্ড: ২০ ওভারে ৮৪/৭ (গার্থ ৩৫, লুইস ১৫, কাভানাউ ১০, রিচার্ডসন ১০*; জাহানারা ২/১১, রুমানা ৩/১০, কুবরা ১/১৩)।
বাংলাদেশ: ১৪.৪ ওভারে ৮৬/৪ (শামিমা ৯, আয়েশা ২৫, ফারজানা ২১*, নিগার ০, রুমানা ০, সানজিদা ২০*; গার্থ ৩/৪)।
ফল: ৬ উইকেটে জয়ী বাংলাদেশ
Discussion about this post