ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
কিছুতেই সেই পুরনো অস্ট্রেলিয়ার দেখা মিলছে না! ব্যর্থতার বৃত্তে বন্ধী এক সময়ের এই দাপুটে দল। বল টেম্পারিং কেলেঙ্কারির পর থেকেই পথ হারিয়েছে তারা। ইতিহাস বলছে ২১ ওয়ানডের ১৬টিতেই হেরেছে দলটি। পার্থে রোববার সিরিজের প্রথম ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে ৬ উইকেটে হারাল দক্ষিণ আফ্রিকা।
নতুন পার্থ স্টেডিয়ামে বল হাতে অাগুণ ঝরালেন ডেল স্টেইন, লুঙ্গি এনগিডি আর আন্দিলে ফেলুকওয়ায়ো। অস্ট্রেলিয়া অল আউট মাত্র ১৫২ রানে। জয়ের লক্ষ্যে খেলতে নেমে ২৯.২ ওভারে হাসিমুখ সফরকারীদের। নিজেদের মাঠে চেনাই গেল না অজিদের।
ম্যাচে টস জিতে শুরুতেই বল করার সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকান অধিনায়ক ফাফ দু প্লেসিস। ডেল স্টেইন শুরুতেই ফেরান ট্রাভিস হেড ও ডার্চি শর্টকে। তারপর এনগিডি অধিনায়ক অ্যারন ফিঞ্চকে আউট করেন। পেসার ফেলুকওয়ায়ো তুলে নেন ক্রিস লিন, গ্লেন ম্যাক্সওয়েল ও মার্কাস স্টয়নিসের উইকেট।
কিছুটা লড়লেন নাথান কোল্টার-নাইল। ৩১ বলে ৩৪ রান করেন তিনি। স্টেইন ও এনগিডি নেন দুটি করে উইকেট। ফেলুকওয়ায়ো নেন তিন উইকেট।
জবাব দিতে নেমে দুই ওপেনার কুইন্টন ডি কক আর রিজা হেনড্রিকস করেন ৯৪ রান। ৪০ বলে ৪৭ রান তুলেন ডি কক। হেনড্রিকসের ব্যাটে ৪৪। সব মিলিয়ে ১২৪ বল ও ৬ উইকেটে হাতে রেখে সহজেই জিতে যায় প্রোটিয়ারা।
অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা ৩ ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয়টি ৯ নভেম্বর, অ্যাডিলেডে।
সংক্ষিপ্ত স্কোর-
অস্ট্রেলিয়া: ৩৮.১ ওভারে ১৫২/১০ (হেড ১, লিন ১৫, কেয়ারি ৩৩, ম্যাক্সওয়েল ১১, স্টয়নিস ১৪, কামিন্স ১২, কোল্টার-নাইল ৩৪, স্টার্ক ১২, হেইজেলউড ৬*; স্টেইন ২/১৮, এনগিডি ২/২৬, ফেলুকওয়ায়ো ৩/৩৩, তাহির ২/৩৯)।
দক্ষিণ আফ্রিকা: ২৯.২ ওভারে ১৫৪/৪ (ডি কক ৪৭, হেনড্রিকস ৪৪, মারক্রাম ৩৬, ডু প্লেসি ১০*, ক্লাসেন ২, মিলার ২*; কোল্টার-নাইল ১/২৬, স্টয়নিস ৩/১৬)।
ফল: ৬ উইকেটে জয়ী দক্ষিণ আফ্রিকা
সিরিজ: ৩ ম্যাচ সিরিজে দক্ষিণ আফ্রিকা ১-০তে এগিয়ে
ম্যাচসেরা: ডেল স্টেইন
Discussion about this post