ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
একদিন আগেই চট্টগ্রামে ওয়ানডে সিরিজে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশের আনন্দে মাতে বাংলাদেশ। সেই এখনো কাটেনি পুরোপুরি। এরইমধ্যে তোড়জোর শুরু হয়ে গিয়েছে টেস্ট সিরিজের। যে কারণে শনিবার সকালে ঢাকা হয়ে দুপুরে সিলেটে পা রেখেছে টিম টাইগার্স। আগামী শুক্রবার সেখানে প্রথমবার সোদা পোশাকের ক্রিকেটে মাঠে নামবেন মাহমুদউল্লাহ রিয়াদের দল।
দেশের অষ্টম টেস্ট ভেন্যু হিসেবে আগামী শুক্রবার অভিষেক হতে যাচ্ছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের। সেই মহেন্দ্রক্ষণের সাক্ষী হতে শনিবার চায়ের শহরে পৌঁছেছে বাংলাদেশ। যদিও সবাই একসঙ্গে সেখানে যাননি। রোববার দলের সঙ্গে যোগ দেবেন মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, ইমরুল কায়েস ও নাজমুল ইসলাম অপু। জিম্বাবুয়ে সিলেট যাবে ১ নভেম্বর। ২৯-৩১ অক্টোবর চট্টগ্রামে বিসিবি একাদশের সঙ্গে তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে তারা।
সিলেটে এখন পর্যন্ত শুধু টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। তাই এবার সেখানে প্রথমবার টাইগাররা মেতে উঠবেন টেস্টে। নিশ্চয়ই জয় দিয়েই এ মাঠের টেস্ট অভিষেকটা রাঙাবেন মাহমুদউল্লাহর দল।
২০১৪ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়ার পর এখনো পর্যন্ত ৭টি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। ২০১৪ সালের বিশ্ব টি-টোয়েন্টির ৬টি ও চলতি বছরে বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের একটি টি-টোয়েন্টি ম্যাচের স্বাগতিক ছিল সিলেট। চার বছর পর সেই মাঠে গড়াচ্ছে টেস্ট। যা দেশের ক্রিকেটের জন্য ইতিবাচক দিক।
Discussion about this post