ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
সমীকরণ মিলে যাচ্ছে। টি-টুয়েন্টি ক্যারিয়ারের শেষটা দেখতে পাচ্ছেন মহেন্দ্র সিং ধোনি।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ আর অস্ট্রেলিয়ায় আরও তিনটি টি-টুয়েন্টি ম্যাচের দলে নেই এই উইকেটকিপার ব্যাটসম্যান। এ অবস্থায় ভারতের গণমাধ্যম বলছে- এই বাদ পড়ার মধ্যে দিয়ে ধোনির টি-টুয়েন্টি ক্যারিয়ার হুমকির মুখে পড়ল।
বয়স ৩৭ পেরিয়েছে। এরইমধ্যে মহেন্দ্র সিং ধোনি ২০১৪ সালে ছেড়েছেন টেস্ট। এরপর থেকে ওয়ানডে ও টি-টুয়েন্টি খেলে যাচ্ছিলেন তিনি। এ বছর ভারতের হয়ে সাতটি ম্যাচে একটি হাফসেঞ্চুরি করেছেন এ ডানহাতি। সাম্প্রতিক সময়ে ধোনির সেই ফর্ম আর দেখা যাচ্ছে না। যে কারণে ভারতীয় সংবাদমাধ্যমের প্রশ্ন, ধোনির ক্যারিয়ার তাহলে হুমকির মুখে? তবে ভারতের প্রধান নির্বাচক এমএসকে প্রসাদ জানিয়েছে, ‘এটা ধোনির টি-টোয়েন্টি ক্যারিয়ারের শেষ নয়। নির্বাচকরা উইকেটের পেছনে নির্ভরযোগ্য বিকল্প খুঁজছেন। এই দুই সিরিজের জন্য দলে আছেন দুই কিপার রিশাভ পান্ত ও দিনেশ কার্তিক।’
সেই ২০০৬ সালে অভিষেকের পর থেকে ভারতের হয়ে ১০৪ টি-টুয়েন্টির ৯৩টিতে খেলেছেন ধোনি।
উইন্ডিজের বিপক্ষে টি-টুয়েন্টির ভারত দল-
রোহিত শর্মা (অধিনায়ক, ওয়েস্ট ইন্ডিজ সিরিজ), শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, বিরাট কোহলি (অধিনায়ক, অস্ট্রেলিয়া), দিনেশ কার্তিক, মনিশ পান্ডে, শ্রেয়াস আয়ার, রিশাব পান্ত, ক্রুনাল পান্ডিয়া, ওয়াশিংটন সুন্দর, যুজবেন্দ্র চেহেলে, কুলদীপ যাদব, ভুবনেশ্বর কুমার, জাসপ্রিত বুমরাহ, খলিল আহমেদ, উমেশ যাদব, শাহবাজ নাদিম
Discussion about this post