দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশ মহিলা ক্রিকেট দল স্বাগতিকদের কাছে প্রথম ওয়ানডেতে ৬ উইকেটে হেরেছে। শুক্রবার বেনোনির উইলমুর পার্কে টসে হেরে ব্যাট করতে নামা বাংলাদেশ দল ৫০ ওভারে ৮ উইকেটে ১৪৯ রান করে। অন্যতম ওপেনার ফারজানা হক দলের হয়ে সর্বোচ্চ ৬৩ রান করেন। অধিনায়ক সালমা খাতুন করেন ২৬ রান। এছাড়া আয়েশা রহমান ১৩, লতা মণ্ডল ১৭ এবং রিতু মনি অপরাজিত ১১ রান করেন। ৩ উইকেট প্রোটিয়া বোলার লুবসের।
জয়ের জন্য ১৫০ রানের টার্গেট তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকা মহিলা ক্রিকেট দল ৩৭.৫ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৫৩ রান তুলে জয়ের ঠিকানায় পৌঁছে যায়। দলের হয়ে সর্বাধিক ৭৭ রান করেন ওপেনার লিজেলি লি। কালই দলের হয়ে ওয়ানডে অভিষেক হয়েছে তার। আর এমন ম্যাচ জেতানো ইনিংস খেলে অভিষেক ওয়ানডেতেই ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার উঠেছে লির হাতে। ৩৯ রান করেন আরেক ওপেনার তৃষা শেট্টি। বাংলাদেশের খাদিজা তুল কুবরা ছিলেন দলের সেরা বোলার। ৯.৫ ওভারে ৪৩ রানে তিনি নিয়েছেন ৩ উইকেট। সফরে চারটি ম্যাচ খেলে সবকটিতেই হেরেছে সালমার দল।
সংক্ষিপ্ত স্কোর–
বাংলাদেশ মহিলা দল : ১৪৯/৮, ৫০ ওভার (ফারজানা ৬৩, সালমা ২৬, লতা ১৭; লুবসের ৩/২৮)।
দ. আফ্রিকা মহিলা দল : ১৫৩/৪, ৩৭.৫ ওভার (লি ৭৭, শেট্টি ৩৯; খাদিজা ৩/৪৩)।
ফল : দ. আফ্রিকা ৬ উইকেটে জয়ী।
Discussion about this post