ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
অনেক দিন ধরেই ডাক মিলছিল না জাতীয় দল থেকে। শেষ পর্যন্ত বুঝতেই পারলেন নির্বাচকরা ভুলে গেছে তাকে। তাইতো ১৪ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন ডোয়াইন ব্র্যাভো। ৩৫ বছর বয়সে বৃহস্পতিবার (বাংলাদেশ সময়) হঠাৎ করেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিলেন। তবে ফ্রাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাবেন তিনি।
বিদায় বেলায় ব্র্যাভো বলেন, ‘স্পষ্ট করে জানাতে আমি সব ফরম্যাটের আন্তর্জাতিক ক্রিকেট থেকে আনুষ্ঠানিকভাবে অবসর নিয়েছি। ওয়েস্ট ইন্ডিজের হয়ে অভিষেকের ১৪ বছর পরও সেই শুরুর গল্পটা মনে আছে আমার। ২০০৪ সালের জুলাইয়ে লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে মেরুন ক্যাপটা যখন পেয়েছিলাম, তখনকার অনুভূতি ভুলিনি আমি।’
২০০৪ সালে ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে ওয়ানডেতে অভিষেক ব্র্যাভোর। একই বছর টেস্টেও পা রাখেন। যদিও ২০১০ সালের পর আর সাদা পোশাকের আন্তর্জাতিক ক্রিকেটে দেখা যায়নি তাকে। শেষ ওয়ানডে ম্যাচ খেলেছেন চারবছর আগে। ২০১৪ সালে। ২০১৬ সালে খেলেন জাতীয় দলের হয়ে শেষ টি-টুয়েন্টি ম্যাচ। এ অবস্থায় আর অপেক্ষা না করে বিদায় বলে দিলেন ব্র্যাভো।
তিনি ৪০ টেস্টে করেছেন ২২০০ রান। নিয়েছেন ৮৬ উইকেট। ১৬৪ ওয়ানডেতে খেলে তুলেন ২৯৬৮ রান। নেন ১৯৯ উইকেট। টি-টুয়েন্টিতে দেশের হয়ে ৬৬ ম্যাচে ১১৪২ রান ও ৫২ উইকেট নিয়েছেন। পাশাপাশি দেশের হয়ে দুটি বিশ্বকাপ ট্রফিও উঠেছে তার হাতে।
Discussion about this post