ক্রিকবিডি২৪.কম ডেস্ক
জমে উঠছে জাতীয় ক্রিকেট লিগের চতুর্থ রাউন্ডের খেলা। দ্বিতীয় দিন শেষে দেখে নিন স্কোরকার্ড।
ঢাকা বিভাগ বনাম চট্টগ্রাম
ঢাকা ১ম ইনিংস: ২৮৮/১০
চট্টগ্রাম ১ম ইনিংস: ২২৩/৮ (সাদিকুর ১৪, পিনাক ২২, মুমিনুল ০, ইয়াসির ৬০, তাসামুল ১৫, মাহিদুল ৪০, ইফতেখার ৪৬, নাঈম ১৬*, রানা ৩, শাখাওয়াত ০*; শাহাদাত ১/২৯, শাকিল ১/৩৯, শুভাগত ১/৫২, মোশাররফ ২/৫১, তাইবুর ১/৩৮, সাইফ ১/৯, নাজমুল ০/০)
########
খুলনা বনাম রাজশাহী
খুলনা ১ম ইনিংস: ৯১ ওভারে ৩০৭ (আগের দিন ২৮১/৭) (জিয়াউর ৪৩, মইনুল ১৩, আল আমিন ৭, রবিউল ২*; শফিউল ৩/৬১, ফরহাদ রেজা ৩/৫৪, সাকলাইন ০/৪৬, মুক্তার ১/৪৩, ফরহাদ হোসেন ০/১৬, সানজামুল ৩/৭৬, মায়শুকুর ০/৯, সাব্বির ০/৬)।
রাজশাহী ১ম ইনিংস: ৭০ ওভারে ২০২/৫ (মায়শুকুর ১৪, মিজানুর ৪৪, জুনায়েদ ৪৭, ফরহাদ ৫৬, জহুরুল ১৫, সাব্বির ১৬*, মুক্তার ০*; আল আমিন ২/৬২, রবিউল ০/২৪, মইনুল ১/২৮, সৌম্য ২/৪১, আফিফ ০/৮, নাহিদুল ০/১৬, মেহেদি ০/১৭)।
########
বরিশাল বনাম রংপুর
রংপুর ১ম ইনিংস: ৭৪ ওভারে ১৪৭/১০
বরিশাল ১ম ইনিংস: ৫০ ওভারে ১৪৭ (আগের দিন ৩৫/২) (শাহরিয়ার ০, রাফসান ৪০, শামসুল ২, আল আমিন ১৬, মোসাদ্দেক ৪, সোহাগ ০, নুরুজ্জামান ১৮, মনির ১, কামরুল রাব্বি ২৭*, তানভির ১, তৌহিদুল ৪; শুভাশিস ৫/৪৯, রবিউল ২/২১, সঞ্জিত ০/৬, মাহমুদুল ০/২, সাজেদুল ১/২২, তানবীর ২/১৯)।
রংপুর ২য় ইনিংস: ৪৭ ওভারে ৭৭/৩ (মারুফ ১০, রাকিন ৩০, মাহমুদুল ২৭*, নাঈম ০, সোহরাওয়ার্দী ৬*; কামরুল রাব্বি ০/১৪, তৌহিদুল ০/৯, মনির ৩/১২, মোসাদ্দেক ০/০, সোহাগ ০/২০, নুরুজ্জামান ০/১২)।
##########
সিলেট বনাম ঢাকা মেট্রো
সিলেট বিভাগ: ১ম ইনিংসে: ৯৮ ওভারে ৩১২/১০ (ইমতিয়াজ ৩১, শাহনাজ ৬০, জাকির ৫০, শাহনুর ৫৪, আবু জায়েদ ২৬, অনিক ২/৬১, আরাফাত সানি ২/৬৩, আশরাফুল ২/৬৫, আসিফ হোসেন ২/৪৩)।
ঢাকা মেট্রো ১ম ইনিংসে: ৭৯ ওভারে ২৬৭/৮ (শামসুর রহমান ৬৩, মার্শাল আইয়ুব ৭৪, জাবিদ হোসেন ৩৯*, খালেদ আহমেদ ৪/৬৯, শাহনুর ২/৪২)।
Discussion about this post