ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
হঠাৎ করেই আবারো আলোচনায় চলে এসেছেন সাকিব আল হাসান। জাতীয় দলের এই তারকা ক্রিকেটার এখন ইনজুরির কারণে দলের বাইরে। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে নেই তিনি। এমন কী খেলতে নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজেও তার খেলা নিয়ে আছে মঙ্কা। এরইমধ্যে একটি ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টে খেলার জন্য আবেদন করে বসেছেন তিনি। ব্যাপারটায় রীতিমতো বিস্মিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্তাব্যক্তিরা।
সাকিব বিসিবির কাছে আনুষ্ঠানিক ডিসেম্বরে শেষ সপ্তাহে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্টেয় টি-টুয়েন্টিএক্স বা টি-টেন ক্রিকেটে খেলতে ছাড়পত্রের আবেদন করেছেন। যদিও তিনি এখনো ফিট হননি। কবে ফিট হয়ে ফিরতে পারবেন তারও নিশ্চয়তা নেই। এ অবস্থায় আগামীবছর বিশ্বকাপ। তার আগে আমিরাতে খেলেতে বিসিবি অনুমতি দিচ্ছে না সাকিব। অবশ্য আনুষ্ঠানিকভাবে বিসিবি এখনো চুড়ান্ত করেনি।
ইসএসপিএন ক্রিকইনফোর সঙ্গে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘আরব আমিরাতে ফ্রাঞ্চাইজি টি-টুয়েন্টি টুর্নামেন্ট খেলার জন্য ও (সাকিব) আমাদের কাছে অ্যাপ্রোভালের জন্য এনওসি পাঠিয়েছে। আমরা তাকে এ বিষয়ে সিদ্ধান্ত জানাবো একদিন কিংবা দুদিনের মধ্যে।’
আঙুলের চোট নিয়ে কিছুদিন আগেই অস্ট্রেলিয়ায় উন্নততর চিকিৎসার জন্য যাওয়ার আগে শঙ্কা ছড়িয়ে পড়ে। বলা হয় সাকিবের আঙুল কখনোই পুরোপুরি ঠিক হবে না। অবশ্য মেলবোর্ন থেকে সুখবর নিয়েই ফিরেন সাকিব। জানা যায় এমন কী আগামী মাসেও আঙুল সেরে যেতে পারে তার। তবে বিশ্বকাপকে সামনে রেখে সাকিব, তামিম ইকবালসহ অন্য ক্রিকেটারকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চায় না বিসিবি।
Discussion about this post