দেখে নিন জাতীয় ক্রিকেট লিগের চতুর্থ রাউন্ডের প্রথম দিন শেষে স্কোরকার্ড।
ঢাকা বনাম চট্টগ্রাম
ঢাকা ১ম ইনিংস: ২৮৮/১০ (সাইফ ৪১, মজিদ ৭২, রকিবুল ১৭, শুভাগত ৫৭, তাইবুর ৪, নাদিফ ৪, নাজমুল ৩৫, মোশাররফ ২, মাহবুবুল ২২*, শাহাদাত ৩৪, শাকিল ০; ইরফান ১/২০, রানা ০/৪০, ইফতেখার ০/৩৩, নাঈম ৮/১০৬, শাখাওয়াত ১/৮৯)
#############
রংপুর বনাম বরিশাল
রংপুর ১ম ইনিংস: ৭৪ ওভারে ১৪৭/১০ (মারুফ ১১, রাকিন ৪৬, মাহমুদুল ১১, নাঈম ৩৯, সোহরাওয়ার্দী ২, তানবীর ২, ধীমান ৮, সাজেদুল ০, রবিউল ১৭, সঞ্জিত ৪*, শুভাশিস ২; কামরুল রাব্বি ০/২৮, তৌহিদ ১/১৫, তানভির ০/১৮, মোসাদ্দেক ১/৩১, মনির ২/১১, সোহাগ ৫/৪০)।
বরিশাল ১ম ইনিংস: ১৪ ওভারে ৩৫/২ (শাহরিয়ার ০, রাফসান ১৪*, শামসুল ২, আল আমিন ৮*; শুভাশিস ২/১৩, রবিউল ০/১১, সঞ্জিত ০/৬, মাহমুদুল ০/০)।
############
খুলনা বনাম রাজশাহী
খুলনা ১ম ইনিংস: ৮১ ওভারে ২৮১/৭(মেহদি ১১, এনামুল ৫৬, সৌম্য ৬৬, তুষার ৭১, আফিফ ১৪, সোহান ২৫, জিয়াউর ৩৭*, নাহিদুল ০, মইনুল ১*; শফিউল ১/৫১, ফরহাদ রেজা ২/৩৭, সাকলাইন ০/৪৬, মুক্তার ১/৪৩, ফরহাদ হোসেন ০/১৬, সানজামুল ৩/৭৬, মায়শুকুর ০/৯, সাব্বির ০/৬)।
############
সিলেট বনাম ঢাকা মেট্রো
সিলেট ১ম ইনিংস: ৯০ ওভারে ২৯২/৯ (ইমতিয়াজ ৩১, শানাজ ৬০, জাকির ৫০, রাজিন ১০, কাপালী ২০, শাহানুর ৫৪, জাকের ১৫, এনামুল ৫, আবু জায়েদ ২৬, খালেদ ৫*, এবাদত ৪*; শহিদুল ১/৫০, অনিক ২/৫৩, সৈকত ১/২৫, সানি ২/৬০, আসিফ ১/৪৩, আশরাফুল ২/৫৬)
Discussion about this post