ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
কোন অঘটন নয়। জয় হল ফেভারিটেরই। জিম্বাবুয়েকে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচেই অনায়াসে হারাল বাংলাদেশ। রোববার মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে এক কথায় প্রতিপক্ষকে উড়িয়ে দিয়েছে টাইগাররা। ম্যাচটা মাশরাফি বিন মর্তুজার দল জিতে নিয়েছে ২৮ রানে।
দিবা-রাত্রির ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ। ইমরুল কায়েসের শতরান ও মোহাম্মদ সাইফউদ্দিনের অর্ধশতকে দল তুলে ৮ উইকেটে ৫০ ওভারে ২৭১ রান। এরপর জবাব দিতে নেমে নির্ধারিত ওভারে জিম্বাবুয়ে তুলতে পারে ৯ উইকেট হারিয়ে ২৪৩ রান।
ম্যাচে জয়ের নায়ক নিঃসন্দেহে ইমরুল কায়েস। দলের বিপর্যয়ে হাল ধরেন তিনি। সঙ্গে তরুন সাইফুদ্দিন দারুণ সঙ্গ দিয়েছেন তাকে। ইমরুলের ব্যাট থেকে এসেছে ক্যারিয়ারসেরা ওয়ানডে ইনিংস। রোববার জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে বাংলাদেশের তখন মাত্র ১৩৯ রান তুলে শেষ ৬ উইকেট। তখন সাইফুদ্দিনকে সঙ্গে দারুণ লড়েছেন ইমরুল। সপ্তম উইকেট জুটিতে দুজন মিলে রেকর্ড ১২৭ রান যোগ করেন। ইমরুল কায়েসের সেঞ্চুরি আর সাইফুদ্দিন তুলে নেন ক্যারিয়ারের প্রথম হাফসেঞ্চুরি।
দু’জন গড়েন রেকর্ড পার্টনারশিপ। সপ্তম উইকেটে বাংলাদেশের আগের রেকর্ড ছিল মুশফিকুর রহীম ও নাঈম ইসলামের ১০১ রান। ২০১০ সালে নিউল্যান্ডের বিপক্ষে ডানেডিনে ওই জুটি গড়েন তারা।
মিরপুরের ৬ ছক্কা আর ১৩ চারে ১৪০ বলে ১৪৪ রান করেন ইমরুল। যা ওয়ানডে ক্রিকেটে মিরপুরে বাংলাদেশের কোন ব্যাটসম্যানের সর্বােচ্চ রানের ইনিংস। এটি তার তুতীয় ওয়ানডে সেঞ্চুরি। সাইফউদ্দিন করেন ৫০ রান। এটি তারই ক্যারিয়ারসেরা ইনিংস। মোহাম্মদ মিঠুন করেন ৩৭ রান। অভিষেক ম্যাচ ফজলে রাব্বি শুন্য রানে সাজঘরে ফিরেন।
৩৭ রানে ৪ উইকেট নেন জিম্বাবুয়ের পেসার কাইল জার্ভিস। তেন্দাই চাতারা ৩ উইকেট নেন।
এরপর জবাব দিতে নেমে পক্ষে শুধু হাফসেঞ্চুরি পেয়েছেন শন উইলিয়াম। অন্যদের ভয়ঙ্কর হয়ে উঠতে দেয়নি টাইগার বোলাররা। মেহেদী হাসান মিরাজ ৩ উইকেট। এবার দুই দল উড়ে যাবে চট্ট্রগ্রামে। সিরিজের দ্বিতীয় ওয়ানডে সেখানেই ২৪ অক্টোবর।
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ: ৫০ ওভারে ২৭১/৮ (লিটন ৪, ইমরুল ১৪৪, মাহমুদ ০, মুশফিক ১৫, মিঠুন ৩৭, মাহমুদউল্লাহ ০, মিরাজ ১, সাইফ ৫০, মাশরাফি ২*, মুস্তাফিজ ১*; জার্ভিস ৪/৩৭, চাতারা ৩/৫৫, টিরিপানো ০/৬০, মাভুটা ১/৪৮, রাজা ০/৩৭, উইলিয়ামস ০/৩২)
জিম্বাবুুয়ে: ৫০ ওভারে ২৪৩/৯ (মাসাকাদজা ২১, জুওয়াউ ৩৫, টেইলর ৫, আরভিন ২৪, সিকান্দার রাজা ৭, শন উইলিয়ামস ৫০* পিটার মুরস ২৬, ত্রিপানো ২, মাভুতা ২০, জারভিস ৩৭, চাতারা ২*, মেহেদি মিরাজ ৩/৪৬, নাজমুল ইসলাম অপু ২/৩৮, মুস্তাফিজ ১/২৯)
ফল: বাংলাদেশ ২৮ রানে জয়ী।
ম্যাচসেরা: ইমরুল কায়েস।
Discussion about this post