ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
সুযোগটা আরো একবার কাজে লাগালেন তিনি। দল যখন বিপর্যয়ে, যখন নিজের অবস্থানটা পাকা পোক্ত করে নেওয়ার সময় তখনই কথা বলল ইমরুল কায়েসের ব্যাট। এর আগে এশিয়া কাপে দেখিয়েছিলেন যোগ্যতার পরিধি। আর রোববার মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে খেললেন দারুণ এক ইনিংস। বাংলাদেশ যখন ব্যাটিং বিপর্যয়ের মুখে তখন অনেকটা একা লড়লেন ইমরুল। আর তুলে নিলেন শতরান।
ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিটা ইমরুল কায়েস পেয়েছিলেন নিজের দশম ওয়ানডেতে। ২০১০ সালে ক্রাইষ্টচার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে। এরপর ৬ বছর দেখা মিলেনি তিন অঙ্কের। ইংল্যান্ডের বিপক্ষে নিজের ৬তম ওয়ানডেতে ১১২ রান করেন এই মিরপুরের মাঠেই। এবার তৃতীয় ওয়ানডে শতক মিলল এই হোম অব ক্রিকেটে।
৭৪তম ওয়ানডেতে সেঞ্চুরির তুলেই ব্যাটকে দুহাতে নিয়ে কোলে দুলিয়ে বুঝিয়ে দিলেন শতরানটা তার ছেলের জন্য। এশিয়া কাপ খেলে দেশে ফিরে কিছুদিন আগেই ছেলের বাবা হয়েছেন ইমরুল কায়েস।
১১৮ বলে সেঞ্চুরি শতক তুলেন তিনি। ২০০৮ সালের ১৪ অক্টোবর চট্টগ্রামে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয় তার। ৭৪টি ওয়ানডেের ক্যারিয়ারে এবার পেলেন তিন নম্বর শতরান।
Discussion about this post