ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
প্রত্যাশার সঙ্গে প্রাপ্তিরই যেন দেখা হল। ওয়ানডে অভিষেক হল ফজলে রাব্বির। ৩০ বছর বয়সে এসে বাংলাদেশ জাতীয় দলের জার্সি পেলেন এই অলরাউন্ডার। তিনি বাংলাদেশের ১২৯তম ওয়ানডে ক্রিকেটার। তার অভিষেকের ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ। রোববার দিবা-রাত্রির ম্যাচে মাশরাফি বিন মর্তুজা টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন।
আট মাস পর ফের মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আন্তর্জাতিক ম্যাচ ফিরেছে। বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে প্রতিপক্ষ জিম্বাবুয়ে। চোটের কারণে এই সিরিজে সাকিব আল ও তামিম ইকবাল নেই টাইগারদের দলে। তবে জিম্বাবুয়ে দলে আছেন অলরাউন্ডার সিকান্দার রাজা। পাশাপাশি উইকেটরক্ষক ব্যাটসম্যান ব্রেন্ডন টেলর আর অলরাউন্ডার শন উইলিয়ামস রয়েছেন দলে।
ওয়ানডে দুই দল ৬৯বার মুখোমুখি হয়েছে। যার মধ্যে ৪১টিতে জয়ের মুখ দেখেছে বাংলাদেশ। ২৮টিতে জিতেছে জিম্বাবুয়ে।
বাংলাদেশের একাদশ-
লিটন কুমার দাস, ফজলে রাব্বি, ইমরুল কায়েস, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ সাইফুদ্দিন, মাশরাফি বিন মর্তুজা, নাজমুল ইসলাম অপু, মুস্তাফিজুর রহমান।
জিম্বাবুয়ে একাদশ-
হ্যামিল্টন মাসাকাদজা, সিফাস জুওয়াও, ক্রেইগ আরিভন, ব্রেন্ডন টেইলর, শন উইলিয়ামস, পিটার মুর, সিকান্দার রাজা, ডোনাল্ড টিরিপানো, ব্রেন্ডন মাভুটা, কাইল জার্ভিস, তেন্দাই চাতারা।
Discussion about this post