ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে রোববার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। তবে তার আগে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার ভাবনায় উইকেট। কারণ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের উইকেট ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন আচরণকরে। এ মাঠে মাশরাফিরা নামছেন দীর্ঘ ৮ মাস পর।
রোববার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে দুপুর আড়াইটায় অনুষ্ঠয় প্রথম ওয়ানডেতে ফেভারিট হয়েই মাঠে নামবে বাংলাদেশ। মাশরাফি বিন মর্তুজা বলেন, ‘জিম্বাবুয়ের সিনিয়র ক্রিকেটাররা ফিরেছে। বাংলাদেশের মাটিতে ওদের রেকর্ড খুব সম্ভবত নিজেদের মাঠের পরই বেশ ভালো। সুতরাং জেতার জন্য আমাদের শতভাগ দিয়েই খেলতে হবে। গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে আমাদের সম্ভব সেরা ক্রিকেটটাই খেলতে হবে।’
আর উইকেট নিয়ে মাশরাফি বলছিলেন, ‘দেখুন, মিরপুরের উইকেট সম্পর্কে আগাম কিছু বলা খুবই কঠিন, আমরা সবাই জানি। মিরপুরের উইকেট ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন আচরণ শুরু করে। আগে থেকে বলা খুবই কঠিন হবে। আমরাও বিশ্বাস করি মিরপুরের উইকেট আনপ্রেডিকটেবল। হঠাৎ করেই আচরণ বদলে ফেলে। হঠাৎ কওে বল টার্ন করে, বা বল নিচু হয়ে আসে। চট্টগ্রামের উইকেট সাধারনত ব্যাটিং উইকেট হয়, ভাল উইকেট হয়। যদি শ্লো উইকেট না তৈরি করেন, কিংবা টার্নিং উইকেট না তৈরি না করেন তাহলে ব্যাটিং সহায়ক হবে। এই উইকেটটা একেবারে ওই রকম না। দ্বিতীয় ইনিংসে অন্যরকম আচরণ শুরু করে।’
সাকিব আল ও তামিম ইকবালকে পাচ্ছে না দল। ঐ জায়গাটা পূরণে মাশরাফি বলেন, ‘অনেক দিন পর ঘরের মাঠে খেলতে নামছি। অবশ্যই সবাই আত্মবিশ্বাসী। পারফরম করার জন্য সর্বোচ্চ যে প্রস্তুতিটা নেওয়া যায়, সবাই সেটিই নিয়েছে। আশা করছি কালকের খেলায় সবাই যেভাবে খেলতে চায়, সেভাবেই খেলতে পারবে। সাকিব আর তামিম যে থাকবে না, এটা আগে থেকেই সবাই জানে। তাই দলের সবাই সেভাবেই প্রস্তুতিটা নিয়েছে।’
এ পর্যন্ত ওয়ানডে দুই দল ৬৯বার মুখোমুখি হয়েছে। যার মধ্যে ৪১টিতে জয়ের মুখ দেখেছে বাংলাদেশ। ২৮টিতে জিতেছে জিম্বাবুয়ে।
বাংলাদেশ দল-
মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), মোহাম্মদ মিঠুন, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, আরিফুল হক, মাহমুদউল্লাহ, নাজমুল হোসেন শান্ত, মেহেদি হাসান মিরাজ, নাজমুল ইসলাম অপু, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, আবু হায়দার রনি, ইমরুল কায়েস, ফজলে রাব্বি ও মোহাম্মদ সাইফুদ্দিন।
জিম্বাবুয়ে দল-
হ্যামিল্টন মাসাকাদজা (অধিনায়ক), টেন্ডাই চাতারা, এল্টন চিগুম্বুরা, ক্রেইগ আরভিন, কাইল জার্ভিস, ওয়েলিংটন মাসাকাদজা, ব্র্যান্ডন মাভুটা, সলোমন মিরে, পিটার মুর, তারিসাই মুসাকান্দা, রিচার্ড এন গারাভা, জন নাইউম্বু, ব্র্যান্ডন টেইলর (উইকেটরক্ষক), ডোনাল্ড তিরিপানো, চিপাস ঝুয়াও ও সিকান্দার রাজা।
Discussion about this post