মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ভিক্টোরিয়াকে সহজেই ৬ উইকেটে হারিয়েছে তামিম ইকবালের ব্রাদার্স ইউনিয়ন। শুক্রবার প্রথমে ব্যাট করতে নেমে ভিক্টোরিয়া নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে তুলে ২১৩ রান। জবাবে ব্যাট করতে নেমে ৪৩.৫ ওভারে লক্ষ্যে পৌঁছে যায় ব্রাদার্স। ওয়ালটন ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে ফের জয়ে ফিরল ব্রাদার্স।
২১৪ রানের মাঝারি লক্ষ্যের পিছু ধেয়ে ৬৬ রানে চার টপ অর্ডার তামিম (১৯), ইমতিয়াজ তান্না (২২), নাফিস ইকবাল (২১) ও মেহরাব জুনিয়রকে (০) হারিয়ে বেশ চাপে পড়ে গিয়েছিল কমলা-কালো শিবির। কিন্তু নাজমুস সাদাত এবং অ্যাঞ্জেলো ম্যাথুস আস্থা ও আÍবিশ্বাসের সঙ্গে খেলে ওই বিপর্যয় এড়িয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। তারা পঞ্চম উইকেটে অবিচ্ছিন্ন ১৪৮ রান তুললে খেলার ৩৭ বল অগেই জিতে যায় ব্রাদার্স। একবার জীবন পাওয়া ম্যাথুস উইকেটের সামনে চার চারটি বিশাল ছক্কা হাঁকালেও বাঁহাতি নাজমুস সাদাত চারদিকে হাত খুলে খেলেন। ৯৭ বলে ৮২ রানে অপরাজিত থাকে তার ব্যাট। আর ম্যাথুস ৫৬ রান করেন ৭৬ বলে।
সংক্ষিপ্ত স্কোর
ভিক্টোরিয়া : ২১৩/৯, ৫০ ওভার (সৌম্য ১০, নাসির ৩৫, জুবায়ের ৫০, শরিফ ৩৩, সাঞ্জামুল ২৭, এনামুল ২৯*, মনির ১৬*, ম্যাথুস ২/২৯, আজহার মাহমুদ ২/৩৫, ইমতিয়াজ তান্না ২/৭)।
ব্রাদার্স : ২১৪/৪, ৪৩.৫ ওভার (তামিম ১৯, ইমতিয়াজ তান্না ২২, নাফিস ইকবাল ২১, অ্যাঞ্জেলো ম্যাথুস ৫৬*, নাজমুস সাদাত ৮২*, সজিবা বীরাকুন ২/৩৫)।
ফল: ব্রাদার্স ৬ উইকেটে জয়ী
Discussion about this post