ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
নতুন এক মিশনের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ। এশিয়া কাপ শেষে আবারো ব্যস্ত হয়ে পড়বে মাশরাফি বিন মর্তুজার দল। তাইতো সপ্তাহ দেড়েকের বিশ্রাম শেষে আবারও ব্যাট-বল হাতে মাঠে নেমে পড়ল বাংলাদেশ ক্রিকেট দল। জিম্বাবুয়ে সিরিজে শুরু ২১ অক্টোবর। তার আগে সোমবার থেকে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে নতুন মিশন শুরু টাইগার প্রস্তুতি ক্যাম্প।
সকালে স্কিল অনুশীলনের মধ্য দিয়ে মাঠে নামে দলে ডাক পাওয়া ক্রিকেটাররা। ইনডোর আউটার আর ইনডোরে স্কিল অনুশীলন করছেন স্কোয়াডে ডাক পাওয়া ১৫ ক্রিকেটার। স্কিল অনুশীলনের পর ফিল্ডিং আর জিম সেশন হয়েছে।
জিম্বাবুয়ে সিরিজে বাংলাদেশের দলের চমকের নাম ফজলে রাব্বি। প্রথমবারের তো ডাক পেলেন ৩০ বছর বয়সী ক্রিকেটার। চটজলদিই সোমবার সকাল হাজির হন তিনি মিরপুরে। ১৫ বছর ধরে ঘরোয়া ক্রিকেট খেলার পর ডাক মিলল জাতীয় দলে।
এই সিরিজে মাশরাফি পাচ্ছেন না তামিম ইকবাল ও সাকিব আল হাসানকে। দু’জনি্ ইনজুরির কারণে রয়েছেন দলের বাইরে।
২১ অক্টোবর মিরপুরে শুরু বাংলাদেশ-জিম্বাবুয়ের মধ্যেকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি। ২৪ ও ২৬ অক্টোবর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে পরের দুই ওয়ানডে।
১৫ সদস্যের বাংলাদেশ ওয়ানডে দল-
মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), লিটন কুমার দাস, ইমরুল কায়েস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহীম, মোহাম্মদ মিথুন, মাহমুদউল্লাহ রিয়াদ, আরিফুল হক, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, নাজমুল ইসলাম অপু, রুবেল হোসেন, আবু হায়দার রনি, সাইফ উদ্দিন ও ফজলে মাহমুদ রাব্বি।
Discussion about this post