ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
অবশেষে জাতীয় ক্রিকেট দলের মনোবিদ নিয়োগ দিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এছাড়া যেন আর উপায়ও নেই। কারণ মাঠে অবিশ্বাস্য কিছু ব্যর্থতার সঙ্গে কয়েকজন ক্রিকেটের অপরাধমূলক কার্যক্রমে বিব্রত ক্রিকেট কর্তারা। এ অবস্থায় মনোবিদ আলী আজহার খান আসন্ন জিম্বাবুয়ে সিরিজ শুরুর আগেই যোগ দিচ্ছেন জাতীয় দলে। আগেও বাংলাদেশের ক্রিকেটারদের সঙ্গে কাজ করেছেন তিনি।
মিরপুর শেরেবাংলায় বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান রোববার বলেন, ‘মনোবিদ যোগ দিচ্ছে বাংলাদেশ দলে। সিরিজ চলার সময় বাংলাদেশ দলকে ৬-৭ দিন সময় দেবেন তিনি। ১৭ তারিখের দিকে আসবেন আলী আজহার। তিনি বাঙালি, বোঝাপড়ার ব্যাপারে আমাদের ক্রিকেটারদের জন্য ভাল হবে। উনি খুব ব্যস্ত ছিলেন, অনেক অনুরোধ করে তার সময় নেওয়া হয়েছে।’
ক্রিকেটারদের মাঠের বাইরের অনিয়ন্ত্রিত জীবন, ব্যক্তিগত ও পারিবারিক সমস্যা, অভিযোগ-মামলা নিয়ে বিব্রত সবাই। এ অবস্থায় এশিয়া কাপের ফাইনাল শেষে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও বলেছিলেন, মনোবিদে উপকৃত হতে পারেন ক্রিকেটাররা।
এর আগে চন্ডিকাকা হাথুরুসিংহের সময় ক্রিকেটারদের সঙ্গে কাজ করেন অস্ট্রেলিয়ান মনোবিদ ফিল জোন্সি। ২০১১ বিশ্বকাপের আগে দলের সঙ্গে ছিলেন ভারতীয় মনোবিদ সৌমেন্দ্র সাহা। এ অবস্থায় কানাডা প্রবাসী মনোবিদ আলী আজহার আসছেন। তিনি ঢাকায় এসে ক্রিকেটারদের নিয়ে কাজ করবেন।
Discussion about this post