ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
এবার প্রথমবারের মতো নারীদের টি-টুয়েন্টি ক্রিকেটে র্যাংকিংয়ের প্রবর্তন করেছে আইসিসি। যেখানে নবম স্থানে আছে বাংলাদেশ। শীর্ষে অস্ট্রেলিয়ার মেয়েরা। ভারত আছে ২৪৯ পয়েন্ট নিয়ে তারা আছে পঞ্চম স্থানে। ২২৭ পয়েন্ট নিয়ে পাকিস্তান সাতে আর শ্রীলঙ্কা ২০৭ পয়েন্ট নিয়ে আছে আটে অবস্থান করছে। নয়ে থাকা বাংলাদেশের পয়েন্ট ১৯৩। তাদের পরে ১৮৮ পয়েন্ট নিয়ে আছে আয়ারল্যান্ড।
২৭৭ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আঠে নিউজিল্যান্ড। ২৭৬ পয়েন্ট পকেটে নিয়ে ইংল্যান্ড তিনে। ২৫৯ পয়েন্ট নিয়ে ওয়েস্ট ইন্ডিজের অবস্থান চার নম্বরে। শীর্ষ দশের বাইরে টি-টুয়েন্টি ভাল অবস্থানে স্কটল্যান্ড। তারা আছে এগার নাম্বারে। থাইল্যান্ড রয়েছে ১২তম অবস্থানে।
এদিকে শীর্ষ ২০ ব্যাটারের মধ্যে জায়গা পাননি বাংলাদেশের কেউ। বোলার র্যাংকিংয়ের ১০ জনের মধ্যে জায়গা পেয়েছেন দুই জন। তারা হলেন রুমানা আহমেদ ৭ ও নাহিদা আক্তার ৯ নম্বর। অধিনায়ক সালমা খাতুন আছেন ১৭ নম্বরে।
Discussion about this post