ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
জয়ের ভিতটা তৈরি করে দিয়েছিলেন খাদিজাতুল কুবরা। তার স্পিন ঘূর্ণিতে শুরুতেই কোনাঠাসা হয়ে পড়ে পাকিস্তান। এরপর ম্যাচের শেষ পর্যন্ত দাপট ছিল বাংলাদেশের। টি-টুয়েন্টি সিরিজে হারের দুঃখটা ওয়ানডে সিরিজ জিতে নিল টাইগ্রেসরা। সোমবার সিরিজের একমাত্র পাকিস্তানকে ৬ উইকেটে হেসেখেলে হারাল লাল-সবুজের প্রতিনিধিরা।
ওয়ানডেতে প্রথম বাংলাদেশি হিসেবে ৬ উইকেট নিয়ে রেকর্ড গড়লেন খাদিজাতুল কুবরা। তার বোলিংয়ের সামনেই দ্রুত অলআউট হয় সফরকারীরা। কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে সোমবার টস হেরে বল হাতে নেয় বাংলাদেশ। এরপর পাকিস্তানকে ৩৪.৫ ওভারে মাত্র ৯৪ রানে অলআউট করে তারপর জবাব দিতে নেমে শুরুটা হোঁচট খেলেও শেষ পর্যন্ত পথ দেখিয়েছেন ফারজানা হক (৪৮) ও রুমানা আহমেদ (৩৪)। তাদের দৃঢ়তায় ১২৬ বল আর ৬ উইকেট হাতে রেখে ম্যাচটা জিতে নেয় বাংলাদেশের মেয়েরা।
পুরো ম্যাচটা বিশ্লেষণ করলে খাদিজাতুল কুবরা রেকর্ড গড়া নৈপুন্যের কথাই উঠে আসবে। ওয়ানডে ক্রিকেটে প্রথম বাংলাদেশি বোলার হিসেবে ৬ উইকেট অর্জনের কৃতিত্ব দেখালেন তিনি। ২০ রানে ৬ উইকেট শিকার নিয়ে টাইগ্রেসদের মধ্যে ওয়ানডেতে সেরা বোলিংয়ের নতুন রেকর্ড গড়েন কুবরা।
ওয়ানডে ইতিহাসে সেরা বোলিংয়ের আগের রেকর্ডটি ছিল অধিনায়ক রুমানা আহমেদের। ২০ রানে ৪ উইকেট নেন তিনি। ভারতের বিপক্ষে বল হাতে আগুণ ঝরিয়েছিলেন তিনি। এবার খাদিজাতুল কুবরা কক্সবাজারে ৯.৫ ওভারে ১ মেডেন নিয়ে ২০ রানে তুলেন ৬ উইকেট। এরপর ব্যাটসম্যানদের চমকে ধরা দিল দারুণ এক জয়।
পাকিস্তানের বিপক্ষে এই কক্সবাজারেই ৫ ম্যাচ টি-টুয়েন্টি সিরিজে হার মেনেছিল বাংলাদেশ। প্রথম ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়। সব মিলিয়ে ৪-০তে জিতে সফরকারীরা। ওয়ানডেতে এসে সেই প্রতিশোধটা নিয়েছেন রুমানা আহমেদরা।
সংক্ষিপ্ত স্কোর
পাকিস্তান: ৩৪.৫ ওভারে ৯৪ (জাভেরিয়া ২৯, আয়েশা ১৮, মুনিবা ১৮; জাহানারা ১/১৯, পান্না ০/১৩, লতা ১/১১, সালমা ০/১১, কুবরা ৬/২০, রুমানা ২/১৫, ফাহিমা ০/২)।
বাংলাদেশ: ২৯ ওভারে ৯৫/৪ (আয়েশা ০, শারমিন ৩, ফারজানা ৪৮, রুমানা ৩৪, লতা ৩*, ফাহিমা ৫*; সানা ২/২০, ডায়না ১/১৮)।
ফল: ৬ উইকেটে জয়ী বাংলাদেশ
ম্যাচসেরা: খাদিজাতুল কুবরা
Discussion about this post