ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ঘরোয়া ক্রিকেটে ব্যাট হাতে আবারো যোগ্যতার পরিধিটা দেখিয়ে দিলেন রনি তালুকদার। তুলে নিলেন অসাধারন এক ডাবল সেঞ্চুরি। যা কীনা তার ক্যারিয়ারের তৃথীয় দ্বি-শতক। রান উৎসবে সামিল হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে টানা দ্বিতীয় ম্যাচে সেঞ্চুরি তুললেন আব্দুল মজিদ। তাদের রেকর্ড গড়া সাড়ে তিনশ রানের উদ্বোধনী জুটিতে চট্টগ্রামকে বিশাল টার্গেট দিল ঢাকা।
বুধবার ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে বিনা উইকেটে ১৭৬ রান নিয়ে খেলা শুরু করে ঢাকা। এরপরও ১৭৪ রান যোগ করেন রনি ও মজিদ। ৩৫০ রানের উদ্বোধনী জুটি গড়েন তারা। বাংলাদেশের প্রথম শ্রেণির ক্রিকেটে উদ্বোধনী জুটিতে এটিই সর্বোচ্চ। জাতীয় ক্রিকেট লিগে গতবার ঢাকা মেট্রোর বিপক্ষে রাজশাহীর নাজমুল হোসেন শান্ত ও মিজানুর রহমানের ৩৪১ রানের জুটিতে রেকর্ড গড়েছিলেন।
মজিদ অষ্টম সেঞ্চুরি তুলে নেন। ২৮৮ বলে খেলা মজিদের ১৩২ রান করেন তিনি। ২৫২ বলে খেলা রনি করেন ২২৮ রান। সেকেন্ড টায়ারের এই ম্যাচের তৃতীয় দিনের খেলা শেষে চট্টগ্রাম ৩ উইকেটে তুলেছে ১৩৫ রান। জিততে তাদের আরো চাই ৩৪৭ রান। ঢাকার ৭ উইকেট।
সংক্ষিপ্ত স্কোর-
ঢাকা ১ম ইনিংস: ২৩৮/১০ ও ঢাকা ২য় ইনিংস: (দ্বিতীয় দিন শেষে ১৭৬/০) ৯২ ওভারে ৩৮৫/১ ডিক্লে. (মজিদ ১৩২, রনি ২২৮*, সাইফ ১৩*; নাঈম ০/৯৯, হাসান ০/৭১, সাইফ ০/৪৬, ইরফান ০/৮০, জুবায়ের ১/৬৮, মুমিনুল ০/১১)
চট্টগ্রাম ১ম ইনিংস: ১৪২/১০ ও চট্টগ্রাম ২য় ইনিংস: (লক্ষ্য ৪৮২) ৩৯ ওভারে ১৩৫/৩ (সাদিকুর ২৪, শুক্কুর ২, মুমিনুল ৬২, তাসামুল ৩৩*, সাঈদ ৬*; শাহাদাত ১/২৭, নাজমুল ১/২৬, শুভাগত ১/২৪, শরিফ ০/১৯, মোশাররফ ০/২৫, তাইবুর ০/৬)।
Discussion about this post