ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
রীতিমতো বিস্ময়কর! এতোটা বাজে ব্যাটিং কখনোই করতে দেখা যায়নি বাংলাদেশ নারী ক্রিকেট দলকে।পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টিতে ভয়াবহ ব্যাটিং ব্যর্থতার পরিচয় দিয়েছে সালমা খাতুনের দল। মাত্র ৩০ রানে অলআউট হয় তারা। পাকিস্তান নারী দল জিতে ৫৮ রানের বড় ব্যবধানে।
টি-টুয়েন্টিতে এটি বাংলাদেশ নারী দলের সর্বনিম্ম স্কোর। আগের লজ্জার রেকর্ডটি ছিল ৪৪ রানের। তখনো প্রতিপক্ষ পাকিস্তান।
বুধবার মাত্র ৮৯ রানের লক্ষ্য টার্গেটে নেমে ৭ বল বাকি থাকতে বাংলাদেশ অলআউট হয় ৩০ রানে। এ জয়ে ৪ ম্যাচে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল পাকিস্তান। আগের দিনের বৃষ্টিতে কক্সবাজারে প্রথম ম্যাচ পরিত্যক্ত হয়।
বুধবারও খেলাটা নির্বিঘ্নে হয়নি। মাঠ খেলার উপযোগী না থাকায় ম্যাচ শুরু হয় ঘণ্টা দেড়েক পর। খেলা নির্ধারিত হয় ১৪ ওভারে।
শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট মাঠের একাডেমি মাঠে পাকিস্তানের ব্যাটসম্যানদের অবশ্য বড় সংগ্রহ গড়তে দেননি বোলাররা। কম রানেই তাদের আটকে রাখে দল। এরপর মনে হচ্ছিল সহজেই জিতবে স্বাগতিক দলের মেয়েরা।
শুক্রবার একই ভেন্যুতে অনুষ্টিত হবে সিরিজের তৃতীয় টি-টুয়েন্টি। পরের ম্যাচ ৬ অক্টোবর। ৮ অক্টোবর একমাত্র ওয়ানডে ম্যাচের মধ্য দিয়ে শেষ হবে পাকিস্তানের সফর।।
সংক্ষিপ্ত স্কোর-
পাকিস্তান: ১৪ ওভারে ৮৮/৫ (আয়েশা ৭, নাহিদা ১৮, জাভেরিয়া ২৫, নিদা ৭, মুনিবা ১০, আলিয়া ১০* সানা ৭*; জাহানারা ১/১৯, সালমা ০/১৬, নাহিদা ২/১৯, রুমানা ০/১৫, লতা ১/১৩)
বাংলাদেশ: ১২.৫ ওভারে ৩০ (শামিমা ২, আয়েশা ১, ফারজানা ২, নিগার ৬, সানজিদা ২, লতা ০, রুমানা ৯, ফাহিমা ৩, জাহানারা ০, সালমা ০, নাহিদা ২*; আইমান ২/১৩, আনাম ৩/০, নাশরা ২/৭, সানা ১/৫, নিদা ২/৪)
ফল: পাকিস্তান ৫৮ রানে জয়ী
Discussion about this post