ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের প্রথম ডাবল সেঞ্চুরি করলেন আরিফুল হক। মঙ্গলবার জাতীয় ক্রিকেট লিগে আরেক ম্যাচে দাপট রাজশাহী বিভাগের।
আরিফুলের ডাবল সেঞ্চুরি
দুবাই থেকে উড়ে এসে শনিবার মাঝরাতে দলের সঙ্গে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন আরিফুল হক। এরপর ঢাকায় এসে সোজা চলে যান বগুড়ায়। ২৪ ঘন্টা বিশ্রাম না নিয়ে নেমে পড়েন জাতীয় লিগের ম্যাচে। প্রথম দিনই তার ব্যাট থেকে আসে শতরান। আর মঙ্গলবার শহীদ চান্দু স্টেডিয়ামে দ্বি-শতক হাঁকান আরিফুল।
১১৭ রানে অপরাজিত ছিলেন আগের দিন। এরপর সেই ইনিংসটাকে টেনে নেন অপরাজিত ২৩১ পর্যন্ত। এটিই প্রথম শ্রেণির ক্রিকেটে আরিফুলের সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস।
দুবাইয়ের গরম সঙ্গে ভ্রমণ ক্লান্তি উড়িয়ে খেলেন ক্যারিয়ারের সর্বোচ্চ রানের ইনিংস। ২১ চার ও ৪ ছক্কার সমাহারে ৩২৫ বল বল খেলে ২৩১ রানের ইনিংস গড়েন আরিফুল।
সংক্ষিপ্ত স্কোর
রংপুর ১ম ইনিংস: ১৪৫.২ ওভারে ৫০২ (জাহিদ ৬২, মোসাদ্দেক ৭, মাহমুদুল ৭, নাঈম ৯২, তানবীর ৯, আরিফুল ২৩১, সাজেদুল ৯, ধীমান ২৮, শুভ ৪৫, সাদ্দাম ৬, শুভাশীষ ২*; রাব্বি ২/৯৪, লিঙ্কন ১/৪৬, সালমান ১/২৪, সোহাগ ৩/১৪২, মাহমুদ ০/৪৮, মনির ৩/১২৮)
বরিশাল ১ম ইনিংস: ৩৪ ওভারে ৯১/১ (শাহরিয়ার ২৪, রাফসান ৫৩*, মাহমুদ ১২*; সাজেদুল ০/২৪, সাদ্দাম ০/১১, মাহমুদুল ১/২৫)
দাপটে এগিয়ে যাচ্ছে রাজশাহী
জাতীয় ক্রিকেট লিগের প্রথম স্তরের ম্যাচে দ্বিতীয় দিন শেষে দাপট রাজশাহী বিভাগের। তারা ১ম ইনিংসে তুলেছে ৬ উইকেটে ৪৪৬ রান। অধিনায়ক জহুরুল ইসলাম অমি ৯১ ও সানজামুল ইসলাম ৪০ রানে ব্যাট করছেন। অবিচ্ছিন্ন সপ্তম উইকেটে গড়েন ৭২ রানের জুটি। চ্যাম্পিয়ন খুলনাকে ১ম ইনিংসে ২১০ রানে অলআউট করেছিল তারা।
মিজানুরের ১১৫ রানের সেঞ্চুরির পর ফরহাদ হোসেন শতকের পথে ছিলেন। কিন্তু ৮৩ রানে আউট তিনি। তবে জহুরুল ইসলাম অমি দ্বিতীয়দিন শেষে অপরাজিত ৯১ রানে। শতরানের অপেক্ষায় আছেন তিনি।
সংক্ষিপ্ত স্কোর
রাজশাহী ১ম ইনিংস: ১১৯ ওভারে ৪৪৬/৬ (শান্ত ৪৬, মিজানুর ১১৫, জুনায়েদ ৪, রেজা ৮৩, জহুরুল ৯১*, সাব্বির ৩৩ ফরহাদ ২৫, সানজামুল ৪০*; আল আমিন ১/৮০, জিয়া ০/২৮, রাজ্জাক ১/১৩৫, সৌম্য ০/৯, মেহেদি ০/৭৪, নাহিদুল ০/৫৪, আফিফ ৩/৫৭, রবি ০/৩)
Discussion about this post