ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
এবারো ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) দাপট ত্রিনবাগো নাইট রাইডার্সের। টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন শিরোপা জিতল এই দলটি। সোমবার সকালে গায়ানা আমাজন ওয়ারিয়র্সকে ৮ উইকেটে হারিয়েছে শাহরুখ খানের দল। এবার নিয়ে তৃতীয়বারের মতো সিপিএলের শিরোপা পেল বলিউড সুপারস্টারের দল।
দলের সাফল্যে হাওয়ায় ভাসছেন শাহরুখ খান। যদিও মাঠে বসে খেলা দেখা হয়নি। টেলিভিশন সেটের সামনে বসে জয় দেখে উচ্ছ্বসিত ত্রিনবাগোর ফ্রাঞ্চাইজি। টুইটারে দলের ক্রিকেটারদের অভিনন্দন জানালেন তিনি।
ব্রায়ান লারা স্টেডিয়ামে শিরোপা ফাইনাল লড়াইয়ে টস জিতে স্বাগতিক ত্রিনবাগো ব্যাটিংয়ে পাঠায় গায়ানাকে। তারা ৯ উইকেট হারিয়ে করে ১৪৭ রান। এরপর জবাবনেনে ১৫ বল হাতে রেখে ৮ উইকেটে জয়ের বন্দরে নোঙর করে ত্রিনবাগো।
গায়ানা ম্যাচে কিছুই করতে পারেনি। শুধু লুক রনকি যা একটু লড়লেন। ৩৫ বলে ৬ চার ও ১ ছক্কায় করেন ৪৪ রান। জেসন মোহাম্মদ ২৪। ত্রিনবাগোর স্পিনার খেরি পিয়েরি ২৯ রানে তুলে নেন ৩ উইকেট। ম্যাচসেরা তিনিই। ড্যারেন ব্রাভোর শিকার ২ উইকেট।
এরপর ত্রিনবাগোকে পথ দেখান দুই ওপেনার ব্রেন্ডন ম্যাককালাম ও দিনেশ রামদিন। তারা উদ্বোধনী জুটিতে তুলেন ৫২ রান। ম্যাককালাম ২৪ বলে ৩৯। রামদিন ৩০ বলে ২৪। এরপর
কলিন মুনরো ৩৯ বলে ৬৮ রানের দারুণ এক ইনিংসে দলকে নিয়ে যান জয়ের বন্দরে।
কলিন মুনরো এবারের সিপিএলে সব মিলিয়ে তুলেন ৫৬৭ রান। এক সিপিএলে মৌসুমে এটিই সর্বোচ্চ রানের রেকর্ড। তারই পথ ধরে টুর্নামেন্টে সেরা হন তিনি।
Discussion about this post