ফতুল্লায় বৃষ্টি আইনে কলাবাগান ক্রিকেট একাডেমিকে ৫ উইকেটে হারিয়েছে মোহামেডান। ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে বগুড়ায় প্রথম ম্যাচে ৯ ছক্কা আর ১৩ বাউন্ডারি হাঁকানো আফগান মোহাম্মদ নবিও (০) নিজেকে খুঁজে পাননি। মঙ্গলবার কলাবাগান একাডেমির হয়ে মাঠে নামা দুই জিম্বাবুইয়ান সিবান্দা (১) ও সিকান্দার রাজাও (৮) ব্যর্থ। দু’দলের ১৮ ব্যাটসম্যানের মধ্যে একমাত্র হাফসেঞ্চুরিয়ান শরীফুল্লাহ। ৭৬ রানে ৭ উইকেট হারানো কলাবাগান একাডেমি ১৪০ পর্যন্ত যায় শরীফুল্লাহর একার চেষ্টায়। ৬৩ বলে ৫০ রান করেন তিনি।
শুরুতে ওপেনার জুপিটার আউট হলেও মোহামেডান এগোচ্ছিল ভালোই। কিন্তু ৪.৩ ওভারে বৃষ্টি আসার পর সেই ধারা পাল্টে যায়। বৃষ্টির পর ডি/এল মেথডে টার্গেট ছোট হয়ে যাওয়ায় আর ঝক্কিতে পড়েনি মোহামেডান। ৩৪ ওভারে নামিয়ে আনা ম্যাচে ৫ উইকেট ১১৯ রানের লক্ষ্যে পৌছে যায়।
সংক্ষিপ্ত স্কোর
কলাবাগান ক্রিকেট একাডেমি : ১৪০/১০, ৪৩. ২ ওভার (মার্শাল আইয়ুব ২২, সাগীর ১৩, শরীফুল্লাহ ৫০; মুকতার ২/১৪, মুরাদ খান ৩/২৮, দিলশান ২/২২)।
মোহামেডান : ১২০/৫, ২৬.৪ ওভার (দিলশান ৪৪, শামসুর ২৮, রাজিন ১৫*, ধীমান ১৩*; মাকসুদুল ৩/২৫)।
ফল : বৃষ্টি আইনে মোহামেডান ৫ উইকেটে জয়ী।
Discussion about this post