ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
চোট পুরোপুরি কাটেনি তার। এরপরও দেশের প্রয়োজনে মাঠে নেমেছিলেন তামিম ইকবাল। কিন্তু কে জানতো সেই পুরনো চোটেই ফের কাবু হবেন তিনি। এই ওপেনারের এশিয়া কাপ শেষ। ৬ সপ্তাহর জন্য মাঠের বাইরে চলে গেলেন তিনি।
শনিবার শ্রীলঙ্কার বিপক্ষে দুবাইয়ে এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে চোট নিয়ে মাঠে ছাড়েন তামিম। লাসিথ মালিঙ্গার পেস আক্রমনে প্রথম ওভারে লিটন দাস ও সাকিব আল হাসানকে হারায় টাইগাররা। তারপর আঙুলে চোট পেয়ে মাঠ ছাড়েন তামিম। সুরাঙ্গা লাকমলের বলে পুল করতে গিয়ে বাঁ হাতের আঙুলে চোট পান তিনি। তাকে নেওয়া হয় স্থানীয় হাসপাতালে।
এরপর জানা যায় ৬ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তামিমকে। বামহাতের কব্জিতে পেয়েছেন তামিম।
অবশ্য হাসপাতাল থেকে ফিরে আবারো এক হাতে ব্যাট নিয়ে নামেন তিনি। ভাঙ্গা কব্জিতেই খেলেন। সঙ্গে দেন মুশফিকুর রহীমকে। দেশের প্রয়োজনে সেই ভাঙ্গা কব্জি নিয়ে খেলার ঘটনা বিরল।
তামিম মাঠে নামাতেই বাংলাদেশ প্রথম ম্যাচে পেল ২৬১ রানের ইনিংস। তাতে আসল আবদান মুশফিকুর রহিমের। সেঞ্চুরি পেয়েছেন মুশফিক। করেন ক্যারিয়ার সেরা ১৪৪ রানের ইনিংস। এর আগে মিঠুন ৬৮ বলে ৫ বাউন্ডারি ২ ছক্কায় ৬৩ রান করেন।
Discussion about this post